কর্পোরেট ডেস্ক : আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) চট্টগ্রাম রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে গ্লোবাল ইসলামী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে এই বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ।
এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) চট্টগ্রাম, মোহাম্মদ নাজমুল ইসলাম, ডিআরএম (চট্টগ্রাম), মোঃ সাইফুল ইসলাম, ডিসিও (চট্টগ্রাম) তারেক মুহাম্মদ ইমরান, ডিসিসিএম (পূর্ব/চট্টগ্রাম) তৌষিয়া আহমেদ, ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান জুলফিকার আলী খান, চট্টগ্রাম জোনের প্রধান ও আগ্রাবাদ কর্পোরেট শাখা ব্যবস্থাপক মোহাম্মদ নাসির উদ্দিন, বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্যাংকের প্রধান কার্যালয় ও চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ ও বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
রেলওয়ে স্টেশনগুলোতে এটিএম বুথ স্থাপনের মাধ্যমে গ্লোবাল ইসলামী ব্যাংক বাংলাদেশ রেলওয়ের যাত্রী ও আশপাশের লোকজনের জন্য ব্যাংকিং সেবার পরিধি বাড়াতে সচেষ্ট রয়েছে।