শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা: সাতক্ষীরার বাইপাস সড়কের লেকভিউ মোড় এলাকায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ শেখ নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার ( ১৪ জানুয়ারি) বিকেলে শহরের বাইপাস সড়কের লেকভিউ মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ শেখ তালা উপজেলার মোবারকপুর গ্রামের রিয়াজুদ্দীন শেখের ছেলে। নিহত যুবক পৈতৃক জমি-জমা দেখাশুনা করতেন বলে জানা গেছে। তালা সদর ইউনিয়ন পরিষদের সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন জানান,আব্দুল্লাহ শেখ ব্যক্তিগতকাজে মোটরসাইকেলে দেবহাটার বহেরা এলাকায় যাচ্ছিলেন। বাইপাস সড়কের লেকভিউ মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মাথায় সজোরে আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলে মারা যান।
সাতক্ষীরা সদর থানার ওসি আবু জেহাদ ফকরুল আলম খান জানান, আব্দুল্লাহ শেখের মরদেহ বর্তমানে থানায় রয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।