কর্পোরেট ডেস্ক : ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজঅব বাংলাদেশ (আইসিএসবি)ইনস্টিটিউট প্রাঙ্গনে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়েবিজয় দিবসউদযাপন করে।
আইসিএসবি’র ঢাকা রিজিওনাল চ্যাপ্টার সাব কমিটি (ডিআরসি) এরউদ্যোগে এই উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজয় দিবস উদযাপনের শুরু হয় ভোরে সূর্য উদয়ের পরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও মহান আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে এ.কে.এম. মুশফিকুর রহমান এফসিএস, ভাইস প্রেসিডেন্ট, অলি কামাল এফসিএস, কাউন্সিল সদস্য, মোহাম্মদ হারুন-অর-রশিদ এফসিএস, কাউন্সিল সদস্য, আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত, কাউন্সিল সদস্য, মোঃ জাকির হোসেন, সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ফেলো ও সহযোগী সদস্য, ডিআরসি সদস্য, শিক্ষার্থী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।