পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ট্যানারী লিমিটেডের ৪৭তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১১ ডিসেম্বর) ডিজিটাল প্লাটফর্ম এ অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় কোম্পানীর শেয়ারহোল্ডারবৃন্দ ২০২৩ সালের ৩০ শে জুন সমাপ্ত বৎসরের জন্য ৫% নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন। উক্ত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন মোঃ আবুল হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ হেদায়েতউল্লাহ, পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, স্বতন্ত্র পরিচালক ড: এ টি এম শামসুল হুদা, প্রধান আর্থিক কর্মকর্তা সজীব সাহা এসিএ, কোম্পানী সচিব সুশান্ত কুমার পাল এফসিএস এবং হেড অব ইন্টারনাল অডিট এন্ড কমপ্লায়েন্স মো: গোলাম মোস্তফা ভূইয়া।