December 25, 2024 - 11:40 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদকন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের দুুই যুগপূর্তি উদযাপন

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের দুুই যুগপূর্তি উদযাপন

spot_img

কর্পোরেট ডেস্ক: বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে কন্টিনেন্টার ইন্স্যুরেন্স লিমিটেড এর দুই যুগপূর্তি ও প্রতিষ্ঠার ২৫ বছরে পদার্পণ উৎযাপন করা হয়।

কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ. কে. এম. আজিজুর রহমান এর সভাপত্বিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় আরো উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যানকে.এম আলমগীর, প্রাক্তন চেয়ারম্যান এস এম আবু মহসীন, প্রাক্তন ভাইস-চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইনসহ পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালকবৃন্দ এবং অতিথিবৃন্ত।

এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক, শাখা ব্যবস্থাপকগণ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ ও কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সভায় চেয়ারম্যান, কোম্পানির সাফল্যময় পথ চলার দুই যুগপূর্তি ও প্রতিষ্ঠার ২৫ বছরে পদার্পণ উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অভিনন্দন জানান, তাদেরকে হাজারো বাধা আর সীমাবদ্ধতার দেয়াল পেরিয়ে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স যাদের হাত ধরে আস্থা ও বিশ্বাসের সঙ্গে এই দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। অভিনন্দন কোম্পানির সকল উদ্যোক্তা, পরিচালক, ব্যবস্থাপনা পর্ষদ ও কর্মকর্তা-কর্মচারীকে যাদের আন্তরিক প্রচেষ্টা, সেবার প্রতি দায়বদ্ধতা, জবাবদিহিতামূলক মনোভাব কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সকে আজকের পর্যায়ে পৌঁছে দিয়েছে।

শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের প্রাণশক্তি সম্মানিত গ্রাহকদের প্রতি। বিনয় ও ভালবাসার সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কার্যালয়, বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়, সাধারণ বীমা কর্পোরেশন, বাংলাদেশ ব্যাংক, সকল সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনসহ সকল পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের প্রতি যাদের আন্তরিক সহযোগিতা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সকে সাফল্যের দিকে এগিয়ে নিয়েছে। আগামী দিনেও আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

২০০০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত (সর্বশেষ নিরীক্ষিত হিসাব অনুযায়ী) কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড ১২৬কোটি ২৩ লাখ টাকা বীমা দাবি বাবদ পরিশোধ করেছে। একই সময়ে প্রতিষ্ঠানটির গ্রস প্রিমিয়াম আয় ছিল ৮৪৯ কোটি ৮৩ লাখ টাকা। ২০২২ সালে প্রতিষ্ঠানটির মূলধন দাঁড়িয়েছে ৪১ কোটি ৬০ লাখ টাকা। ঝুঁকি মোকাবেলায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ প্রতিবছরই তাদের রিজার্ভ বাড়িয়ে যাচ্ছে।

২০২২ সালের নিরীক্ষিত হিসেবে অনুযায়ী, কোম্পানির রিজার্ভ দাঁড়িয়েছে ৫৯ কোটি ৪৬ লক্ষ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডার ইকুইটির পরিমাণ দাঁড়িয়েছে ১০৫ কোটি ৬১ লক্ষ টাকা। ২০২২ সাল পর্যন্ত কোম্পানির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৪৮ কোটি ৩২ লাখ টাকা। ২০২২ সালের নিরীক্ষিত আার্থিক বিবরণীর উপর ভিত্তি করে কন্টিনেন্টাল ইতিমধ্যে এএ+ ক্রেডিট রেটিং অর্জন করেছে।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স আস্থা, বিশ্বাস ও স্বচ্ছতার সঙ্গে সঠিক সময়ে গ্রাহকের দাবি পরিশোধ করছে ভবিষ্যতেও এই প্রবৃদ্ধি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

তিনি আরো বলেন, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স সবসময় সম্মানিত গ্রাহক ও স্টেকহোল্ডারদের স্বার্থ সুরক্ষার ক্ষেত্রে সংবেদনশীল। নিয়ন্ত্রক সংস্থাগুলোর সকল বিধি বিধান, কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন যথাযথ অনুসরণ করছে। ভবিষ্যতে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সকে দেশের সাধারণ বীমাখাতের একটি শীর্ষ কোম্পানিতে পরিণত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। কোম্পানিটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর প্রতিবছরই বিনিয়োগকারীদের লভ্যাংশ প্রদান করে আসছে।

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা নিয়েও আমরা সচেতন। সমাজের দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর পাশে থাকতে কোম্পানির পরিচালকগণ প্রতিশ্রুতিবদ্ধ। অত্যাধুনিক তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে নতুন নতুন উদ্ভাবনী পরিকল্প ছড়িয়ে দিয়ে সবার জন্য বীমা নিশ্চিত করতে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। পরিশেষে প্রতিষ্ঠার এই দিনে আবারো সকল গ্রাহক, শেয়ারহোল্ডার, শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা জানাচ্ছি।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

ত্রিভুজ প্রেমে দুইজনের আত্মহত্যা, আরেক প্রেমিক আত্মগোপনে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে সংগীত শিল্পীর ত্রিভুজ প্রেমের জের ধরে প্রেমিক-প্রেমিকার একইদিনে আত্মহত্যার ঘটনা ঘটেছে। অপরদিকে আরেক প্রেমিক ঘটনার পর থেকেই আত্মগোপনে চলে গেছেন...

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ-নারী

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের প্রলোভনে পড়ে ভারতে পাচারের শিকার ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর ভারত সরকারের দেয়া বিশেষ...

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলা, নারী-শিশুসহ নিহত অন্তত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে মুহুর্মুহু বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। বুধবার (২৫...

জাহাজে ৭ খুনের ঘটনায় মামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

কর্পোরেট সংবাদ ডেস্ক : চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজে ৭ জনকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় জড়িত সন্দেহে আকাশ মণ্ডল ওরফে ইরফান...

ঢাকা মেট্রোকে হারিয়ে এনসিএল টি-২০ চ্যাম্পিয়ন রংপুর

স্পোর্টস ডেস্ক : ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়ে এনসিএল টি২০ আসরের শিরোপা জিতেছে রংপুর বিভাগ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লো স্কোরিং...

শেখ হাসিনাকে ফেরত আনতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রেস সচিব

কর্পোরেট সংবাদ ডেস্ক: সরকার যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব...

নতুন দিনের নতুন রেফ্রিজারেটর

কর্পোরেট ডেস্ক: আপনার রান্নাঘর আপনারই রুচির প্রকাশ করে। পরিবারের প্রিয় মানুষগুলোর জন্য প্রতিদিনের সাধারণ রান্নাবান্নার মধ্য দিয়েই এখানে তৈরি হয় অসাধারণ কিছু মুহুর্ত, প্রিয়...

দুর্নীতিমুক্ত ও ভূমিসেবা সহজ করতে সফটওয়্যার চালু

নিজস্ব প্রতিবেদক : জনবান্ধব ভূমিসেবা বাস্তবায়নের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় হয়রানি ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা সহজীকরণে সফটওয়্যার চালু করা হয়েছে। মঙ্গলবার...