January 15, 2026 - 11:41 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিরাজনীতিসিরাজগঞ্জ-৫ আসনে শোকজের জবাব দিলেন মমিন ও লতিফ বিশ্বাস

সিরাজগঞ্জ-৫ আসনে শোকজের জবাব দিলেন মমিন ও লতিফ বিশ্বাস

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সিরাজগঞ্জ-৫ (চৌহালী-বেলকুচি) আসনের আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী শিল্পপতি আব্দুল মমিন মন্ডল ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ১১ ডিসেম্বর সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শাহজাদপুর চৌকি আদালতে সশরীরে হাজির হয়ে তারা পৃথক ভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের লিখিত জবাব দিয়েছেন।

শাহজাদপুর চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো: সোহেল রানা লিখিত জবাব আমলে নিয়েছেন।

এ বিষয়ে শাহজাদপুর চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ আদালতের সেরেস্তাদার মো: আমিরুল মোমেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, শোকজ প্রাপ্ত নৌকার প্রার্থী আব্দুল মমিন মন্ডল ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস নির্ধারিত সময়ের আগেই আদালতে সশরীরে হাজির হয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের লিখিত জবাব দিয়েছেন। সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো: সোহেল রানা তাদের লিখিত জবাব আমলে নিয়েছেন। তাদের জবাব যাচাই বাচাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

উল্লেখ্য, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে গত ৬ ডিসেম্বর আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল মমিন মন্ডল ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসকে নির্বাচন অসুসন্ধান কমিটির কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো: সোহেল রানা স্বাক্ষরিত দুটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। নোটিশে নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ লঙ্ঘন প্রসঙ্গ উল্লেখ করে ১১ ডিসেম্বর সোমবার বেলা ১২টার মধ্যে সিরাজগঞ্জের শাহজাদপুর চৌকি আদালতে সিনিয়র সহকারী জজ আদালত কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখা প্রদানের নির্দেশ প্রদান করেন।

নোটিশে আব্দুল মমিন মন্ডলকে হয়, আপনি সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হওয়া সত্ত্বেও আপনার পক্ষে ও আপনি নিজে উপস্থিত হয়ে গত ২৮/১১/২০২৩ ও তৎপরবর্তী সময়ে বেলকুচি উপজেলা চত্তরসহ বেলকুচি বাজার সংলগ্ন রাস্তায় আপনার দলীয় নেতা কর্মীরা ব্যানার, ফেস্টুন সহকারে আপনার উপস্থিতিতে মোটরসাইকেল শোভাযাত্রা করেন যা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি ২০০৮ এর ১২ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। উক্ত সমাবেশে আপনার পক্ষে আপনার নেতৃত্বে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার আহব্বান জানানো হয়। উক্ত সমাবেশের ফলে জনগণের চলাচলের চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। যাহা স্থানীয় পত্রিকা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৬(ঘ) নং বিধি অনুযায়ী কোন নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা উহার মনোনিত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাঁহাদের পক্ষে অন্য কোন ব্যক্তি জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করিতে পারে এমন কোন সড়কে জনসভা কিংবা পথসভা করতে পারবেনা। তাছাড়া উক্ত বিধিমালার ১২ নং বিধি মতে কোন নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা উহার মনোনিত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্য কোন ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের ৩ সপ্তাহ সময়ের পূর্বে কোন প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। উপরোক্ত মিছিল ও সমাবেশের মাধ্যমে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৬(ঘ) ও ১২ নং বিধি লঙ্ঘিত হয়েছে। এমতাবস্থায় ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৬(ঘ) ও ১২ নং বিধি লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে ১৮ বিধি মোতাবেক শান্তি মূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না তৎমর্মে ১১/১২/২০২৩ খ্রি. তারিখ মোমবার বেলা ১২:০০ ঘটিকার মধ্যে নিম্নস্বাক্ষরকারীর স্থায়ী কার্যালয়ে (সিনিয়র সহকারী জজ আদালত এর কার্যালয় শাহজাদপুর, সিরাজগঞ্জ) সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসকে বলা হয়, আপনি সিরাজগঞ্জ-৫(বেলকুচি-চৌহালী’) আসন থেকে স্বতন্ত্র ভাবে নির্বাচন করছেন। দলীয় মনোনয়ন না পাওয়ায় আপনি এবং দলীয় নেতাকর্মী বেলকুচি-সিরাজগঞ্জ মহাসড়কে গত ২৮/১১/২০২৩ ও তৎপরবর্তী সময়ে বেলকুচি উপজেলা চত্তরসহ বেলকুচি বাজার সংলগ্ন রাস্তায় ব্যানার, ফেস্টুন সহকারে আপনার উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও শোভাযাত্রা করেন। যা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি ২০০৮ এর ১২ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। উক্ত সমাবেশের ফলে জনগণের চলাচলে চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হয় যাহা স্থানীয় পত্রিকা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৬ (ঘ) নং বিধি অনুযায়ী কোন নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা উহার মনোনিত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাঁহাদের পক্ষে অন্য কোন ব্যক্তি জনগণের চলাচলে বিঘœ সৃষ্টি করিতে পারে এমন কোন সড়কে জনসভা কিংবা পথসভা করতে পারবেনা। তাছাড়া উক্ত বিধিমালার ১২ নং বিধি মতে কোন নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা উহার মনোনিত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্য কোন ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের ৩ সপ্তাহ সময়ের পূর্বে কোন প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। উপরোক্ত মিছিল ও সমাবেশের মাধ্যমে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৬(ঘ) ও ১২ নং বিধি লঙ্ঘিত হয়েছে। এমতাবস্থায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৬(ঘ) ও ১২ নং বিধি লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে ১৮ বিধি মোতাবেক শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না তৎমর্মে ১১/১২/২০২৩ খ্রি. তারিখ সোমবার বেলা ১:০০ ঘটিকায় নিম্ন স্বাক্ষরকারীর স্থায়ী কার্যালয়ে (সিনিয়র সহকারী জজ আদালত এর কার্যালয়, শাহজাদপুর, সিরাজগঞ্জ) সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।’

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

দেশে স্বর্ণের দামে ফের রেকর্ড

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের বাজারে আরেক দফা বাড়লো স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ৬২৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ...

২১ জানুয়ারি থেকে ৭৫ দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়া স্থগিত করবে যুক্তরাষ্ট্র

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ মেমোর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে ২১ জানুয়ারি থেকে ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা...

পোস্টাল ভোট দেবেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১৫ লাখ ৩৩ হাজার...

বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক

অর্থ-বাণিজ্য ডেস্ক: বিশ্বব্যাংকের সর্বশেষ গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে এবং আগামী দুই অর্থবছরে প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে শক্তিশালী হওয়ার...

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ বৃহস্পতিবারের মধ্যে পদত্যাগ না করলে সব ধরণের ক্রিকেট বর্জনের...

‘ক্রিকেটারদের পেছনে কোটি কোটি টাকা খরচ করছি, খারাপ খেললে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি’

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তার মাঝে ক্রিকেটারদের পাওনা ও ক্ষতিপূরণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, নতুন করে দেশটাকে গড়ে তুলতে...