December 16, 2025 - 8:08 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদআইসিএসবির ‘বীমাকারীর কর্পোরেট গভর্ন্যান্স গাইডলাইন’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আইসিএসবির ‘বীমাকারীর কর্পোরেট গভর্ন্যান্স গাইডলাইন’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

spot_img

নিজস্ব প্রতিবেদক : ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত ‘বীমাকারীর কর্পোরেট গভর্ন্যান্স গাইডলাইন, ২০২৩’ বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে।

শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীর হলিডে ইন হোটেলে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জয়নুল বারী, চেয়ারম্যান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বিভিন্ন বীমা কোম্পানির (সাধারণ ও জীবন বীমা) উল্লেখযোগ্য সংখ্যক অংশগ্রহণকারী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচীতে সদ্য প্রবর্তিত গাইডলাইন এর উপর প্রাণবন্তভাবে আলোচনা করা হয়।

সেশন চেয়ারম্যান হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন আইসিএসবি’র প্রেসিডেন্ট মোহাম্মাদ আসাদ উল্লাহ এফসিএস। উদ্বোধনী বক্তব্যে তিনি বীমা কোম্পানিসমূহের জন্য সদ্য প্রবর্তিত কর্পোরেট গভর্ন্যান্স গাইডলাইনের গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি আইসিএসবি’র ইতিহাস এবং এর কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

তিনি আরও উল্লেখ করেন যে, আইসিএসবি-এর উল্লেখযোগ্য সংখ্যক দক্ষ সদস্য এবং ১৯টি চার্টার্ড সেক্রেটারি ফার্ম রয়েছে যারা বীমা কোম্পানিগুলির সাথে কমপ্লায়েন্স সংক্রান্ত ইস্যুতে কাজ করতে পারে।

প্রশিক্ষণ কার্যক্রম সঞ্চালন করেন আইসিএসবি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম নুরুল আলম এফসিএস। তিনি ‘বীমাকারীর কর্পোরেট গভর্ন্যান্স গাইডলাইন, ২০২৩’ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। তার উপস্থাপনায় তিনি পটভূমি, কর্পোরেট গভর্ন্যান্স কাঠামোর প্রধান উপাদান সমূহ, ডিরেক্টর এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের যোগ্যতা, অন্যান্য প্রয়োজনীয় কমিটি গঠনের বিভিন্ন ইস্যু, ডিসক্লোজার, সংশ্লিষ্ট পক্ষের লেনদেন, হুইসেল-ব্লোয়িং নীতি, কর্পোরেট গভর্নেন্স সম্পর্কিত বার্ষিক কমপ্লায়েন্স রিপোর্ট, বিভিন্ন চ্যালেঞ্জ সমূহ নিয়ে আলোচনা করেন।

প্রশিক্ষণ সেশনের বিজ্ঞ প্যানেল আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন- মোহাম্মদ খালেদ হোসেন, নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব), নন-লাইফ অনুবিভাগ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ), মোঃ সাইফুর রহমান, ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের নির্বাহী পরিচালক (সাধারণ), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শফিক শামীম, পিএসসি (অবঃ), ব্যবস্থাপনা পরিচালক, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তারা এমন একটি সময়োপযোগী প্রশিক্ষণ আয়োজনের জন্য আইসিএসবি-কে ধন্যবাদ জানান এবং উল্লেখ করেন যে আইসিএসবি-এর এই উদ্যোগ অংশগ্রহণকারীদের জ্ঞান হালনাগাদে সহায়তা করবে। তারা নতুন প্রবর্তিত গাইডলাইনের কারিগরি ও আইনগত দিকসমূহ সম্পর্কে আলোচনা করেন।

প্রধান অতিথি মোহাম্মদ জয়নুল বারী, চেয়ারম্যান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এই অনুষ্ঠান আয়োজনের জন্য আইসিএসবিকে ধন্যবাদ জানান এবং উল্লেখ করেন যে, এই প্রশিক্ষণটি অংশগ্রহণকারীদের জন্য সদ্য প্রবর্তিত গাইডলাইন সম্পর্কে জানার একটি ভাল সুযোগ। তার বক্তব্যে তিনি উল্লেখ করেন যে, নতুন গাইডলাইন সব বীমা কোম্পানির জন্য চ্যালেঞ্জিং হতে পারে তবে আইডিআরএ-এর সাথে তাদের পরামর্শ করার সুযোগ রয়েছে। সদ্য প্রবর্তিত গাইডলাইন বীমাকারীদের বীমা সম্পর্কে আস্থা বৃদ্ধিতে সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন যে, সাম্প্রতিক কার্যক্রমের মাধ্যমে আমি আইসিএসবি সম্পর্কে জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি যে তাদের উল্লেখযোগ্য সংখ্যক দক্ষ সদস্য রয়েছে যারা বীমা সংস্থা সমূহের উন্নয়নের ক্ষেত্রে সহায়তা করতে পারে।

শেষে প্রধান অতিথি মোহাম্মদ জয়নুল বারী অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।

গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবী, ম্যানেজিং ডিরেক্টর, ডিরেক্টর, সিইও এবং দেশের শীর্ষ বীমা কোম্পানির কর্পোরেট এক্সিকিউটিভ, আইসিএসবি-এর কাউন্সিল মেম্বার, অফিস বেয়ারার, চার্টার্ড সেক্রেটারি ইন প্র্যাকটিস এবং ইনস্টিটিউটের সদস্যগণ প্রশিক্ষণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবস আজ

কপোরেট সংবাদ ডেস্ক: মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।...

আইসিএসবি’র কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড পেলো ৪৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৩টি প্রতিষ্ঠানকে...

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর...

নিজ বাড়িতে সস্ত্রীক খুন হলিউডের কিংবদন্তী অভিনেতা

বিনোদন ডেস্ক: নিজ বাড়ি থেকে উদ্ধার হলো হলিউডের কিংবদন্তী পরিচালক-অভিনেতা রব রাইনা ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার মরদেহ। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মার্কিন...

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিয়েছে।...

বিডি ল্যাম্পসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করেছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।...

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড...