নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হলো ‘Ease to Compliance with Insurer’s Corporate Governance Guideline’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
পেশাগত অলাভজনক প্রতিষ্ঠান এবিসি সেন্টার ফর এইচ আর ডেভেলপমেন্ট এর উদ্যোগে রাজধানীর বিজয়নগরে অবস্থিত হোটেল অরনেটের জিনিয়া হলে আয়োজিত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (CEO) মোহাম্মদ আবু বকর সিদ্দিক।
কর্মশালায় Key Resource Person ছিলেন চার্টার্ড সেক্রেটারী প্রফেশনালদের পাইওনিয়ারিং ফার্ম SARashid & Associates-এর কর্ণধার, কর্পোরেট গভর্নেন্স বিষয়ে ৩০ বছরাধিক কাল অভিজ্ঞতা সম্পন্ন ও সনদপ্রাপ্ত প্রশিক্ষক এস. আব্দুর রশিদ এফসিএস এফআইপিএম।
দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইনস্টিটিউট অফ পারসোনেল ম্যানেজমেন্ট বাংলাদেশ (IPM Bangladesh) এর সেক্রেটারী জেনারেল মোঃ এনামুল হক এফআইপিএম কর্মশালার সমাপনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
আলোচক সম্প্রতি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA) কর্তৃক জারীকৃত “বীমাকারীর কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন” পরিপালন কিভাবে সহজসাধ্য হবে তা সাবলীলভাবে বুঝিয়ে দেন। কর্মশালায় অংশগ্রহণকারী ও অতিথিগণ এবিসি সেন্টার ফর এইচ আর ডেভেলপমেন্ট এর এরূপ উদ্যোগের প্রশংসা করেন এবং এরূপ আয়োজন অব্যাহত রাখার পরামর্শ প্রদান করেন যাতে অদূর ভবিষ্যতে সকল বীমাকারীর প্রতিনিধিরা এ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পেতে পারেন।
মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর কোম্পানী সেক্রেটারী কাজী মিরাজ হোসেন এসিএস এআইপিএম এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন এবিসি সেন্টার ফর এইচ আর ডেভেলপমেন্ট এর চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ মিসবাহ উদ্দিন এআইপিএম। দেশের বিভিন্ন জীবন বীমাকারী ও সাধারণ বীমাকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এ কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, IDRA কর্তৃক “বীমকারীর কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন” অবিলম্বে কার্যকর হবে মর্মে ১৯ অক্টোবর ২০২৩ তারিখে জারি করা হয়েছে। এর পূর্বে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC) কর্তৃক দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানসমূহের জন্য ২০০৬ সালে comply or explain ভিত্তিতে ও ২০১২ সালে বাধ্যতামূলক পরিপালনের শর্তে Corporate Governance Guidelines জারি করা হয়েছিল এবং BSEC কর্তৃক ২০১৮ সালে বাধ্যতামূলক পরিপালনের শর্তে জারীকৃত Corporate Governance Code বর্তমানে কার্যকর রয়েছে। ফলে যে সকল বীমাকারী প্রতিষ্ঠান এখনও পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়নি তাদের জন্য কেবল “বীমাকারীর কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন” পরিপালনীয় হবে, অপরপক্ষে মে সকল বীমাকারী প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত তাদের জন্য Corporate Governance Code এর পাশাপাশি “বীমাকারীর কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন”-ও আবশ্যিকভাবে পরিপালনীয় হবে।