গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে শেখ কামাল আন্তস্কুল ও মাদ্রাস অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্ধোধন করা হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) সকালে শহীদ বরকত স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উরিয়ে প্রতিযোগিতার উদ্ধোধন করেন জেলা প্রশাসক আনিসুর রহমান।
সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রীনা পারভীন। এসময় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে।
এর আগে, এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি গাজীপুর প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বরকত স্টেডিয়ামে আলোচনা সভায় মিলিত হয় ।