শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে চার বস্তাভর্তি ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ।
বুধবার (৬ ডিসেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা ক্লোজার এলাকা থেকে এ সব মাংস উদ্ধার করা হয়। এ সময় কোন শিকারীকে আটক করতে পারেনি।
সুন্দরবন পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কয়েকজন ব্যাক্তি হরিণ শিকার করে মাংস নিয়ে লোকালয়ে যাওয়ার চেষ্টা করছে। এ সময় কলাগাছি স্টেশনের বনরক্ষীদের সঙ্গে নিয়ে গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোররা ক্লোজার এলাকায় অভিযান চালিয়ে চার বস্তা ভর্তি হরিণের মাংস উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৬০ কেজি। তবে সময় বন বিভাগের কর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, এ বিষয়ে মামলা দায়ের করা হবে। এ ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে সনাক্ত করে অতি দ্রুত বন আইনের আওতায় আনা হবে।