পুঁজিবাজার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (৬ ডিসেম্বর) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৩৫টি কোম্পানির ১৫ কোটি ৮০ লক্ষ ১৩ হাজার ৩১১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫২৮ কোটি ৯৫ লক্ষ ৭০ হাজার ৩৪০টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২.৯০ পয়েন্ট বেড়ে ৬২৫০.৪৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.৭০পয়েন্ট কমে ২১১২.৮২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৫৯ পয়েন্ট বেড়ে ১৩৫৯.৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:-সেন্ট্রালফার্মা, এডভেন্ট ফার্মা, ফু-ওয়াং ফুড, খুলনা প্রিন্টিং,বিডি থাই অ্যালুমিনিয়াম, মুন্নু সিরামিক, এসকেট্রিমস, ফু-ওয়াং সিরামিক, আফতাব অটো মোবাইলস ও ইয়াকিন পলিমার।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: স্ট্যান্ডার্ড সিরামিক, সমতা লেদার, ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিঃফাঃ, এডভেন্ট ফার্মা, সেন্ট্রাল ফার্মা, হাক্কানী ফাল্প, আইএসএন, অলিম্পিক এক্সেসোরিজ ও ইউনিয়ন ক্যাপিটাল।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-লিব্রা ইনফিউশন, আফতাব অটোমোবাইলস, জেমিনী সী ফুড, প্যাসিফিক ডেসিমস, দেশবন্ধু পলিমার, মুন্নু এগ্রো, জেনেক্স ইনফোসিস, স্টাইল ক্র্যাফট, ন্যাশনাল ফিডমিল ও ওরিয়ন ইনফিউশন।
আজ ডিএসই’র বাজার মূলধন:-৭৭৩৫৯৭৯৩৪৭০৮৩.০০।