পুঁজিবাজার ডেস্ক ; সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে লেনদেনও। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩২৫টি কোম্পানির ১২ কোটি ৩৫ লক্ষ ৩১ হাজার ৬৬০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৯১ কোটি ৭৮ লক্ষ ৬৩ হাজার ৫৬৭ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক১২.৪৫ পয়েন্ট বেড়ে ৬২৪৪.৪০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫.৬৯ পয়েন্ট বেড়ে ২১১৪.১৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহসূচক (ডিএসইএস) ১.৯৩ পয়েন্ট বেড়ে ১৩৫৭.২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৯টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: খুলনা প্রিন্টিং, সেন্ট্রাল ফার্মা, জেনেক্স ইনফোসিস, আফতাব অটোমোবাইলস, ইয়াকিন পলিমার, প্যাসেফিক ডেনিমস, এমারেল্ড অয়েল, বিএসসি, ফু-ওয়াংফুড ও মুন্নু সিরামিকস।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: বিডি অটেপাকারস, আইএসএন লিঃ, দেশবন্ধু পলিমার, সেন্ট্রাল ফার্মা, জেনেক্স ইনফোসিস, প্যাসেফিক ডেনিমস, রূপালি লাইফ ইন্সুঃ, মেঘনা লাইফ ইন্সুঃ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা. ও লিব্রা ইনফিউশন।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: জুট স্পিনার্স, সমরিতা হাসপাতাল, মেঘনা পেট, সমতা লেদার, এমারেল্ড অয়েল, পেপার প্রসেসিং, ওয়াই ম্যাক্স, ফু-ওয়াং সিরামিকস, ঢাকা ডাইং ও এনটিসি।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৭২৯১৬২৪৪৩০৬৮.০০