মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: অবশেষে সাগরের গর্জন বুকে নিয়ে ঝিনুকের স্টেশন থেকে ছুটলো প্রথম বানিজ্যিক ট্রেন।
শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর ১২টা৩১ মিনিটে কক্সবাজার আইকনিক রেল টেশন থেকে ছেড়ে যায় এ ট্রেন। এ যেন এক দীর্ঘ অপেক্ষার অবসান। প্রথমবারের মতো হুইসেল বাজিয়ে ট্রেন ছেড়ে গেলো সমুদ্র শহর কক্সবাজার থেকে। ঢাকা কক্সবাজার রুটে অবশেষে সেই স্বপ্নের ট্রেন চলাচল শুরু হলো আজ শুক্রবার।
শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর ১২ টা ৩১ মিনিটের সময় কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে ছেড়ে গেল প্রথম বাণিজ্যিক ট্রেন কক্সবাজার এক্সপ্রেস। এর মধ্য দিয়ে স্বপ্নের বাস্তবায়ন হলো দেশের সর্বদক্ষিণ অঞ্চলের মানুষের। কক্সবাজার এক্সপ্রেস নামের এই ট্রেনটির ২০ টি বগিতে রয়েছে ১০২০ জন যাত্রী।