November 24, 2024 - 7:36 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিরাজনীতিচট্টগ্রাম-১৩ আসনে ৬ প্রার্থীর সাথে নৌকার লড়াই

চট্টগ্রাম-১৩ আসনে ৬ প্রার্থীর সাথে নৌকার লড়াই

spot_img

জে. জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম-১৩ (কর্ণফুলী-আনোয়ারা) আসনে প্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নৌকার মনোনীত প্রার্থী বর্তমান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী’র মনোনয়ন পাওয়ায় দুই উপজেলার নেতাকর্মীরা খুব উজ্জীবিত।

আওয়ামী লীগ থেকে টানা তিন বার নির্বাচিত সাইফুজ্জামান চৌধুরী ব্যাপক উন্নয়নের মাধ্যমে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে আছেন। কর্ণফুলী-আনোয়ারার লোকজন জানান, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে তাঁর নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ ও তাঁর অঙ্গসংগঠনের নেতারা বেশ সক্রিয়।

দুই উপজেলায় তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। নির্বাচনী এলাকার জনসাধারণের কাছে তিনি সৎ-পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও ক্লিন ইমেজের মন্ত্রী হিসেবে পরিচিত। নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় তিনি প্রতি সপ্তাহে জনসাধারণ ও নেতাকর্মীদের সময় দেন, এলাকার মানুষের খোঁজ-খবর নেন। দলের ভেতরে বাহিরে ও অন্যান্য দলেরও কাউকে তিনি অন্যায় করলে প্রশ্রয় দেননি বলে প্রচার রয়েছে।

আসনটি স্থানীয়ভাবে ভিআইপি আসন হিসেবেও পরিচিত। কেনোনা, এ আসনের বিজয়ী প্রার্থী প্রতিমন্ত্রী ও মন্ত্রী হওয়ার রেকর্ড রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন।

এছাড়াও চট্টগ্রাম -১৩ আসনে ভিন্ন দল থেকে মনোনয়ন নিয়েছেন আরও ৬ জন। তাঁরা হলেন-
তৃণমূল বিএনপি (সোনালি আঁশ) থেকে মকবুল আহম্মদ চৌধুরী, জাতীয় পার্টি (লাঙ্গল) থেকে আবদুর রব চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি) থেকে মোহাম্মদ আবুল হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার) থেকে সৈয়দ মুহাম্মদ হামেদ হোসাইন, বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা) থেকে মো. আরিফ মঈন উদ্দীন ও মৌলভী রশিদুল হক মনোনয়ন নিয়েছেন।

তবে মাঠে-ময়দানে নির্বাচনী তৎপরতা বেশ জোরালো ভাবেই দেখা যাচ্ছে। বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তৃণমূলে তেমন তৎপরতা দেখা যাচ্ছে না। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকিয়ে আছেন কেন্দ্রের দিকে। বিএনপি যদি ভোটে যায়। তবে কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, তারপক্ষেই নেতাকর্মীরা কাজ করবেন-এমন কথাও বলেছেন কেউ কেউ।

সেক্ষেত্রে বিএনপি নির্বাচনে গেলে আসনটি পুনরুদ্ধার করতে চাইবেন। তাতে কোন সন্দেহ নেই। যদিও এ দলের স্থানীয় নেতা-কর্মীদের মাঝেও প্রকাশ্য-অপ্রকাশ্যে বিভেদ-বিরোধ লেগেই আছে। বিএনপির নেতা-কর্মীরা এটাও বলছেন, সুষ্ঠু নির্বাচন হলে তাঁরা আবারো আসনটি ফিরে পাবেন।

আওয়ামী লীগের বিপরীতে এই আসনটিতে বিএনপি একাধিকবার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করলেও বর্তমানে দলের সাংগঠনিক সক্ষমতা একেবারে নড়বড়ে। যার চিত্র উঠে এসেছে বিগত দিনের আন্দোলন সংগ্রামে। বিশেষ করে চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলায় বিএনপির আন্দোলন সংগ্রাম তীব্র হলেও আনোয়ারায় তেমন লক্ষ্য করা যায়নি।

এছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাভোগ ও চলমান সরকারবিরোধী আন্দোলনে আনোয়ারা-কর্ণফুলীতে বিএনপির আন্দোলন সংগ্রামে মাঠে দেখা যায়নি কোনো সিনিয়র নেতাকে। তবে বিএনপির রাজনীতি পর্যবেক্ষণে দেখা যায়, দলটির ক্ষমতাসীন অবস্থা থেকে একক নেতৃত্বে ছিলেন এই আসনের সাবেক সংসদ সদস্য সরোয়ার জামান নিজাম।

২০০৮ সালের নির্বাচনে হারার পর তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন। গত ১৪ বছর ধরে তিনি এলাকা থেকে বিচ্ছিন্ন। চট্টগ্রামে বিএনপির কোনো আন্দোলন সংগ্রামেও নেই তার উপস্থিতি। এই সুযোগে বিএনপির বাকি নেতারা তৎপর হয়ে উঠেছেন। তাঁরা নানা কৌশলে মাঠে রয়েছেন।

এরপর ২০১৮ সালের নির্বাচনে নমিনেশন সংগ্রহ করে বিএনপির নেতৃত্বে নতুন মুখ হিসেবে দেখা যায় বিশিষ্ট ব্যবসায়ি মুস্তাফিজুর রহমানকে। তিনি উপজেলা কিংবা জেলায় আন্দোলন সংগ্রামে মাঠে সক্রিয় ছিলেন। সব মিলিয়ে বিএনপির কোন প্রার্থী ভোটে না আসলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিজয় নিয়ে ঘরে ফিরবে হয়তো আওয়ামী লীগের প্রভাবশালী প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী।

নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা জানতে চাইলে বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান বলেন, ‘ওয়ান ইলেভেনের পর থেকে দলের একজন কর্মী হিসেবে কাজ করে আসছি। দলের সব কর্মসূচি নেতাকর্মীদের নিয়ে পালন করেছি। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের হাইকমান্ড থেকে আমাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছিলেন। এবার যেহেতু আমার দল এখনো নির্বাচনে যাচ্ছে না, সেক্ষেত্রে আমার মনোনয়ন নেওয়ার তো প্রশ্নই আসে না। দল নির্বাচনে গেলে অবশ্যই নমিনেশন নেব (ইনশাআল্লাহ)।আপাতত আন্দোলন সংগ্রামে আছি।’

তৃণমূল বিএনপি (সোনালি আঁশ) এর প্রার্থী মকবুল আহম্মদ চৌধুরী সাদাদ বলেন, ‘দল আমাকে এ আসনে প্রার্থী ঘোষণা করেছেন। আমি আশাবাদী সুষ্ঠু নির্বাচন হলে জনগণ আমাকে বিজয়ী করবেন।’

একই ভাবে জাতীয় পার্টি (লাঙ্গল) এর প্রার্থী আবদুর রব চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি) এর প্রার্থী মুহাম্মদ আবুল হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার) এর সৈয়দ মুহাম্মদ হামেদ হোসাইন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (একতারা) মো. আরিফ মঈন উদ্দীন ও মৌলভী রশিদুল হক একই আশা ব্যক্ত করেন।

আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী বলেন, ‘আমাদের ভূমিমন্ত্রী মহোদয় সারা বাংলাদেশে একজন পরিচ্ছন্ন ব্যক্তিত্ব। দক্ষিণ চট্টগ্রামে বাবু পরিবারের যোগ্য অনুসারী হিসেবে তিনি তাঁর কাজের মাধ্যমে এই অঞ্চলের অদ্বিতীয় একজন অভিভাবক। সুতরাং এ আসনে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এর কোনো বিকল্প নেই। দল হিসেবে আমরা শতভাগ প্রস্তুত। আমাদের যাবতীয় সাংগঠনিক কাজ সম্পন্ন। আমাদের নেতাকর্মীরা উজ্জীবিত। আগামী নির্বাচনে আমাদের জয় সুনিশ্চিত। একই কথা জানালেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান।

প্রসঙ্গত, চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম ১৩ আসনে (কর্ণফুলী-আনোয়ারা) ১১৮ টি ভোটকেন্দ্র ও ৮৩৩ টি ভোট কক্ষ, পুরুষ ভোটার ১৮৭৯০৩, মহিলা ১৬৭১২৯, মোট ৩ লাখ ৫৫ হাজার ৩২ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

সিংগাইরে আজকালের খবর প্রতিনিধি মামুনের বাবার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: দৈনিক আজকালের খবর পত্রিকার মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রতিনিধি ও সিংগাইর প্রেসক্লাবের সদস্য আবদুল্লাহ আল-মামুনের বাবা অবসরপ্রাপ্ত ইউপি সচিব আফজাল হোসেন ইন্তেকাল...

বিচার বিভাগ সংস্কারে ৭ ডিসেম্বরের মধ্যে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়া যাবে

নিজস্ব প্রতিবেদক : বিচার বিভাগ সংস্কারে সাধারণ জনগণসহ বিজ্ঞ বিচারক, আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট সহায়ক কর্মচারীদের কাছে মতামত চেয়েছে কমিশন। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত...

অলটেক্সের ব্যবসা খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্পদ, ব্যবসা ও আর্থিক সক্ষমতাসহ সার্বিক বিষয় খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ...

প্রয়াত সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি দিল এনআরবিসি ব্যাংক-ডিআরইউ

নিজস্ব প্রতিবেদক : প্রয়াত সাংবাদিকদের সন্তানদের লেখাপড়ার জন্য শিক্ষাবৃত্তি দিয়েছে এনআরবিসিব্যাংক-ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। ডিআরইউয়ের প্রয়াত ৩০ সদস্যের সন্তানদের মাসিক পরিবার প্রতি মাসিক ৩...

ব্যাংক খাতে কলমানি সুদহার সর্বোচ্চ

নিজস্ব প্রতিবেদক : ব্যাংক খাতে কলমানি সুদহার সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। সপ্তাহের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার কলমানি বাজারে এক দিনের জন্য ধার নেওয়া টাকার গড়...

সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক :সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ নভেম্বর ২০২৪ নানাআয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা...

ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ‘ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৪’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে ডিআরইউ ক্রীড়াকক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় পুরুষ সদস্যের ১০টি...

৩৫০% নগদ লভ্যাংশ বিতরন করল ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাই-টেকইন্ডাস্ট্রিজ পিএলসি শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে সর্বশেষ ২০২৩-২৪ অর্থ বছরের জন্য অনুমোদিত লভ্যাংশের টাকা প্রেরণ করেছে।...