কর্পোরেট ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সাউথইস্ট ব্যাংক পিএলসি. ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩’-এ এক্সিলেন্স ইন মাস্টারকার্ড প্রিপেইড বিজনেস (ইন্টারন্যাশনাল) এবং মাস্টারকার্ড অনলাইন ই কমার্স একুয়ারিং বিজনেস ২০২২-২০২৩ অর্জন করেছে।
সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ এর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেভ, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক মো. শারাফাত উল্লাহ খান ও পরিচালক মো. মোতাসেম বিল্লাহ।
মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল সহ বিভিন্ন ব্যাংক, ফিনটেক, মার্চেন্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।