কর্পোরেট ডেস্ক : সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি. পেমেন্ট সার্ভিস, পে-রোল ব্যাংকিং সার্ভিস, পেমেন্ট গেটওয়ে সার্ভিস এবং অন্যান্য ব্যাংকিং সেবা প্রদানের জন্য, ঢাকাস্থ “ফ্লাইট এক্সপার্ট বিডি লিমিটেড“ এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এবং ফ্লাইট এক্সপার্ট বিডি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রাশিদ শাহ সায়েম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।
এই চুক্তির অধীনে, ফ্লাইট এক্সপার্ট বিডি লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারীগণ সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর পে-রোল ব্যাংকিং পরিসেবার মাধ্যমে তাদের বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা পাবেন। এ ছাড়া ফ্লাইট এক্সপার্ট বিডি লিমিটেড, ব্যাংক এর কর্পোরেট পেমেন্ট মডিউল সিস্টেমের মাধ্যমে পরিবেশকদের পেমেন্ট এবং যেকোনো ধরনের ফান্ড ট্রান্সফার তাৎক্ষণিক ভাবে সম্পন্ন করতে পারবেন।
উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।