কর্পোরেট ডেস্ক : বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)’র চার উপমহাব্যবস্থাপক (ডিজিএম)- কে মহাব্যবস্থাপক (জিএম) পদে পদোন্নতি দেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) এক প্রজ্ঞাপন জারীর মাধ্যমে বিভিন্ন বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মোট সাতজন ডিজিএম-কে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি প্রদান করে।
এর মধ্যে বিএইচবিএফসি থেকে পদোন্নতিপ্রাপ্ত জিএমবৃন্দ হলেন- যথাক্রমে সর্বজনাব নিপু রানী মিত্র, মো. শফিকুল ইসলাম মিঞা, মো. জহিরুল হক এবং মোহাম্মদ মিজানুর রহমান। প্রজ্ঞাপনটিতে পদোন্নতি প্রাপ্ত জিএম-দের উপমহাব্যবস্থাপক হিসেবে দায়িত্বপালনকালীন সময়ের (নিজ নিজ) প্রতিষ্ঠানে পদায়নের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
বিএইচবিএফসি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সকল বিভাগ, সংগঠন এবং প্রতিষ্ঠানটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিদের পক্ষ থেকে পদোন্নতি প্রাপ্তদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।