কর্পেোরেট ডেস্ক : দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম, প্রাইম ব্যাংক সম্প্রতি ব্যাংকেরপ্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানেমেটলাইফ বাংলাদেশ-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। মেটলাইফ, বিশ্বব্যাপী স্বীকৃত বাংলাদেশের শীর্ষস্থানীয় লাইফ ইন্সুরেন্স কোম্পানি, বাংলাদেশে যার এক মিলিয়নেরও বেশি গ্রাহক রয়েছে।
এই চুক্তির ফলে, প্রাইম ব্যাংকের মাধ্যমে যেসকল গ্রাহকদের বেতন প্রক্রিয়া সম্পন্ন হয়, সেই সকল গ্রাহকবৃন্দ মেটলাইফ বাংলাদেশ থেকে লাইফ ইন্সুরেন্স কভারেজ সুবিধা পাবেন।
প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী এবং মেটলাইফ বাংলাদেশ-এরউপব্যবস্থাপনা পরিচালকও চিফ কর্পোরেট বিজনেস অফিসার নাফিস আক্তার আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এসময় প্রাইম ব্যাংকের হেড অব ওয়েলথ ম্যানেজমেন্ট এম এম রবিউল হাসানএবং মেটলাইফ বাংলাদেশ-এর এসইভিপি অ্যান্ড হেড অব ব্যাংকাসুরেন্স মোহাম্মদ আসিফ শামস সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।