কর্পোরেট ডেস্ক : এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। এসিআই লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ১১৬টির ৩এস (সেলস্, সার্ভিস, স্পেয়ার) ডিলার পয়েন্ট রয়েছে।
সম্প্রতি রাজধানীর মোহাম্মাদপুরের উদ্বোধন হলো ইয়ামাহার প্রথম ২এস সেন্টার ক্রিসেন্ট এন্টারপ্রাইজ এর। বিশাল জায়গাজুড়ে গড়ে ওঠা ২ তলা ২এস সেন্টারের ১ম তলা’তে গ্রাহকরা মটরসাইকেলের বিক্রয়োত্তর সেবা নিতে পারবে। আর ২য় তলায় রয়েছে স্পেয়ার পার্টস ও সেফটি গিয়ার ক্রয়ের সুবিধা। এছাড়াও গ্রাহক সুবিধার কথা চিন্তা করে শো-রুমটিতে রাখা হয়েছে নানান ধরনের সুযোগ সুবিধা। ২এস সেন্টারটি মোহাম্মাদপুরের ২/১/বি বাঁশবাড়ি রোডে (মোহাম্মাদপুর বাসস্ট্যান্ড এর নিকটে) অবস্থিত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ সি আই মটরস্ এর নির্বাহী পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস, মিঃ হিরোশি সেতোগাওয়া, সিনিওর জেনারেল ম্যানেজার, ইয়ামাহা মোটর কোঃ লিঃ জাপান এবং ইয়ামাহা ও এ সি আই মটরস এর উর্দ্ধতন কর্মকর্তাগণ।