কর্পোরেট ডেস্ক : কর্মীদের সুরক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিতে জিপিএইচ ইস্পাত এর সীতাকুন্ডের কুমিরাস্থ প্ল্যান্টে বুধবার (২২ নভেম্বর ২০২৩) এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের সহযোগীতায়দিনব্যাপী হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বলেন, আন্তর্জাতিক মানের পন্য উৎপাদন করছে জিপিএইচ ইস্পাত যা গুণে ও মানে অনন্য। সুস্থ ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার জন্যে আমরা আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবাও নিশ্চিত করছি।
দিনব্যাপী অনুষ্ঠিত হেলথ ক্যাম্প পরিচালনা করেন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজি ডা.তারিক বিন আব্দুর রশিদ, মেডিসিন বিশেষজ্ঞ ডা. এ এইচ এম তৌফিকুল মজিদ, নিউরো সার্জন ডা. মাহমুদা সুলতানা আফরোজা।
এসময় জিপিএইচের চিফ অপারেটিং অফিসার টি মোহন বাবু, মিডিয়া উপদেষ্টা অভিক ওসমান, লজিস্টিক এন্ড সিকিউরিটি এডভাইজার কর্নেল মোহাম্মদ শওকত ওসমান (অব.),উপদেষ্টা সাদমান সাইকা শেফা, হেড অব প্ল্যান্ট মাদুলুরি শ্রীনিবাসা রাও, চিফ পিপল অফিসার শারমিন সুলতান, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের হেড অফ মার্কেটিং ফারাহ সুলতানা শহীদ, ডেপুটি ম্যানেজার কর্পোরেট রিলেশন্স রঞ্জন কুমার দাশ উপস্থিত ছিলেন। জিপিএইচ কর্তৃপক্ষ এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবেন।