January 16, 2025 - 4:57 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদ“কপ-২৮: স্থানীয় ও বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে প্রত্যাশা বিষয়ক সীডের ওয়েবিনার”

“কপ-২৮: স্থানীয় ও বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে প্রত্যাশা বিষয়ক সীডের ওয়েবিনার”

spot_img

কর্পোরেট ডেস্ক: দ্য সোসাইটি অব এক্সপার্টস অন এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট-এর (সীড) আয়োজনে কপ-২৮ সম্মেলন ২০২৩ উপলক্ষ্যে এক বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে স্থানীয় ও বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে কী প্রত্যাশা করা যেতে পারে এবং বিশ্বব্যাপি এর গুরুত্ব তুলে ধরতে এই ওয়েবিনারটি আয়োজন করা হয়।

ওয়েবিনারে সভাপতিত্ব করেন সীড-এর সভাপতি ও কো-চেয়ারম্যান, স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক এবং প্রাক্তন মুখ্য সচিব মো: আবুল কালাম আজাদ। আরও অংশগ্রহণ করেন সীড-এর প্রধান উপদেষ্টা ড. কাজী খলিকুজ্জামান। স্থানীয় দৃষ্টিকোণ বিষয়ে উপস্থাপনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী; এবং বৈশ্বিক দৃষ্টিকোণ উপস্থাপনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো: জিয়াউল হক।

আলোচক হিসেবে অংশগ্রহণ করেন সীড-এর সহ-সভাপতি ড. আইনুন নিশাত; সীড-এর সহ-সভাপতি ড. মোহাম্মদ আসাদুজ্জামান; এবং বুয়েট-এর অধ্যাপক প্রফেসর সাইফুল ইসলাম। কপ-২৮ সম্মেলন নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন শিক্ষার্থী প্রতিনিধি মাহিনূর ইকরাম; এবং লস অ্যান্ড ড্যামেজ বিষয়ে উপস্থাপনা করেন এক্সকম-এর সদস্য ও পরিবেশ বিষয়ক আইনজীবী হাফিজুল ইসলাম। ওয়েবিনার সঞ্চালনা করেন সীড-এর সাধারন সম্পাদক ড. নূরুল কাদির এবং সীড-এর মো: যুগ্ম-সম্পাদক নাজমুস সাদাত।

সীড-এর প্রধান উপদেষ্টা ড. কাজী খলিকুজ্জামান বলেন, “জলবায়ু পরিস্থিতি বর্তমানে এতটা সংকটাপন্ন যে আগামী ২ মিলিয়ন বছরের মধ্যে পৃথিবীর গ্রিন হাউজ গ্যাস ধ্বংস হয়ে যাবে। চলতি বছরের জুন-জুলাই মাসে রেকর্ড উষ্ণ তাপমাত্রা এবং চলতি বছর ইতোমধ্যেই বাংলাদেশ ৩টি ঘূর্ণিঝড় উল্লেখিত ভয়াবহতার স্পষ্ট প্রমাণ। এসবের ফলে সৃষ্ট ক্ষতি মোকাবেলায় আমরা ইতোমধ্যেই প্রায় ৬ বিলিয়ন ডলার নিজস্ব তহবিল থেকে খরচ করেছি। তবে এই ঘটনাগুলো বিশ্বব্যাপি ঘটছে, যা ভবিষ্যতে আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তাই কপ-২৮ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলকে গ্রিন হাউজ গ্যাস সংরক্ষণের পাশাপাশি অভিযোজন, বৈদেশিক সহায়তা ইত্যাদি বিষয়গুলো আন্তর্জাতিক মহলে জোরালোভাবে তুলে ধরতে হবে।”

সীড-এর সভাপতি মো: আবুল কালাম আজাদ বলেন, “আমরা সম্মেলনে আমাদের দাবিগুলো জোরালোভাবে তুলে ধরবো, কিন্তু সেখান থেকে সাহায্য আসবে এই আশায় উন্নয়ন থামিয়ে রাখলে চলবে না। আমরা গতবছর কপ পূর্ববর্তী-পরবর্তী ও কপ চলাকালীন ওয়েবিনার আয়োজনে করে সম্মেলনের যাবতীয় তথ্যাদি নিয়ে আলোচনা করেছিলাম এবং এবছরও এর ব্যতিক্রম হবে না। চলতি মাসের ২৪ তারিখ কপ-২৮ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে এবং ডিসেম্বরের শুরুতে আমরা আরও একটি ওয়েবিনার আয়োজনের প্রত্যাশা করছি।”

উল্লেখ্য, ১৯৯২ সালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ফ্রেমওয়ার্ক কনভেনশন গ্রহণের মাধ্যমে বিশ্বনেতারা শীর্ষ কিছু লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে আলোচনা করতে প্রতিবছর বিশেষ সম্মেলনের আয়োজন করে। সেই ধারাবাহিকতায় আগামী ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত-এর দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনফারেন্স অব পার্টিস ‘কপ-২৮ সম্মেলন’, যা এখন পর্যন্ত সবচেয়ে বড় ও গুরুত্ববহ হবে বলে আশা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

পরিবর্তন হলো শেখ পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম

কর্পোরেট সংবাদ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের নামে থাকা ১৩টি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার...

বেস্ট হোল্ডিংসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, বেস্ট হোল্ডিংস লিমিটেডের ক্রেডিট রেটিংসম্পন্ন...

দর পতনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিডল্যান্ড ব্যাংক পিএলসির সপ্তাহের শেষ কার্যদিবসে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা বা ৯ দশমিক...

মাস পেরিয়ে গেলেও সিংগাইরে প্রতিবন্ধী রাসেলের খোঁজ মেলেনি

নিজস্ব প্রতিবেদক: গত এক মাস ধরে নিখোঁজ রয়েছে বাক প্রতিবন্ধী রাসেল মোল্লা (৩১)। নিখোঁজ হওয়া রাসেল মোল্লা মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা লক্ষ্মীপুর গ্রামের আজহার...

বর্ধিত ভ্যাট ও সম্পুরক শুল্ক প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বাংলাদেশ হোটেল রেস্তোঁর মালিক...

সিংগাইরে ঝাড়ুদারের পারিশ্রমিক খাদ্য নিয়ন্ত্রকের পকেটে!

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের ঝাড়ুদারের পারিশ্রমিক খাদ্য নিয়ন্ত্রক মো. ফারুক চৌধুরীর পকেটে। কাগজ-কলমে সরকারিভাবে খোদেজা নামের ঝাড়ুদারের পারিশ্রমিক নিয়মিতভাবে উত্তোলন...

সংখ্যালঘু শিক্ষার্থীদের ওপর হামলায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিন্দা

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনটিসিবি) ভবনের সামনে পাহাড়ি জনগোষ্ঠী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে...

পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এম্বি ফার্মা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস্বি ফার্মাসিউটিক্যালস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২২ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই...