নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্যানারি খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড একটি সহযোগী কোম্পানি (Subsidiary Company) খুলবে। এই কোম্পানির পরিশোধিত মূলধন হবে ৯ লাখ ৮০ হাজার টাকা। লিগ্যাসি ফুটওয়্যার কোম্পানিটির ৯৮ শতাংশ শেয়ার ধারণ করবে।
সোমবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সহযোগী কোম্পানি খোলার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি প্রকাশিত এক মূল্য সংবেদনশীল বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
তবে সহযোগী কোম্পানিটির নাম কী হবে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
বিজ্ঞপ্তি অনুসারে, লিগ্যাসির সাবসিডিয়ারি কোম্পানিটি মূলত স্থানীয় বাজারের জন্য স্যু ও চামড়াজাত পণ্য উৎপাদন করবে।
কোম্পানিটির দাবি, চামড়া খাতে ম্যানেজমেন্টের দীর্ঘ দিনের যে অভিজ্ঞতা রয়েছে, তা ব্যবহার করে নতুন সাবসিডিয়ারি লিগ্যাসি ফুটওয়্যারের মুনাফা বাড়াতে সাহায্য করবে।