নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জন্মভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানী ঢাকায় ব্যাপক নিরাপত্তা ও জনসমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া প্রত্যাবর্তনের দিনে তারেক রহমানের কর্মসূচি জানিয়েছে বিএনপি।
বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন অভর্থ্যনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ।
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে তার অসুস্থ মা খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমান সবসময় জনদুর্ভোগ পরিহার করে চলেন এবং এমন কোনো কর্মসূচি সমর্থন করেন না যা সাধারণ মানুষের কষ্টের কারণ হয়। সেই লক্ষ্যেই তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় না করতে কঠোর নির্দেশনা দিয়েছেন, বাংলাদেশেও তার আগমন উপলক্ষে যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয়। সে বিষয়ে দল সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা তার নির্দেশনা পালনের আন্তরিক চেষ্টার পরও সেটা হয়তো শতভাগ প্রতিপালন করতে পারিনি।
বিএনপির এই নেতা বলেন, তিনি (তারেক রহমান) স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, তিনি বিমানবন্দর থেকে সরাসরি তার চিকিৎসাধীন গুরুতর অসুস্থ মা দেশনেত্রী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাবেন। যেতে চান তার পিতা শহীদ জিয়ার মাজার জিয়ারত করতে। যেতে চান ভাইয়ের কবরের পাশে।
কেন তারেক রহমান সরকারি ছুটির দিনে দেশে ফিরছেন— তার ব্যাখ্যায় সালাহউদ্দিন আহমদ বলেন, জনদুর্ভোগ পরিহার করতে তিনি তার স্বদেশ প্রত্যাবর্তনে সরকারি ছুটির দিন নির্ধারণ করেছেন। এমন একটি দিন নির্বাচন করেছেন যার পরপর দুইদিন সরকারি ছুটি, সব মিলিয়ে টানা তিনদিন ছুটি। তার নির্দেশনা পালন করতে গিয়ে আমরা রাজধানীর কেন্দ্রীয় কোনো স্থানে যেমন সোহরাওয়ার্দী উদ্যান বা মানিক মিয়া অ্যাভিনিউ আমাদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করিনি।
গণঅভ্যর্থনার বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, সাধারণ মানুষের আবেগ ও তার অনুরোধের কথা মাথায় রেখে অপেক্ষাকৃত কম জনাকীর্ণ এলাকায় তার গণঅভ্যঅর্থনার আয়োজন করা হয়েছে। এটি কোনো জনসভা বা গতানুগতিক সংবর্ধনা অনুষ্ঠান নয়। তারেক রহমান ছাড়া এই অনুষ্ঠানে কেউ বক্তব্য রাখবেন না। বিমান বিমানবন্দর থেকে এভারকেয়ারে যাবার পথে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করবেন।
নেতাকর্মী ও জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের সকল প্রান্ত থেকে আসা জনস্রোত আটকানো সম্ভব না। যারা আসবেন তাদের প্রতি আহ্বান আপনারা ধৈর্য্য ও শৃঙ্খলা মেনে চলুন। যতটুকু অসুবিধা হবে তার জন্য আগাম দুঃখ প্রকাশ করছি।
বিএনপির এই নেতা জানান, আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও জাতীয় স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণ করবেন তারেক রহমান। ২৭ ডিসেম্বর এনআইডি কার্ডের জন্য কাজ শেষ করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করে পঙ্গু হাসপাতাল যাবেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার স্বপ্রণোদিত হয়ে নিরাপত্তা দিচ্ছে। যতটুকু নিরাপত্তা থাকার দরকার সব আছে। সরকারের সকল সংস্থা কাজ করছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন অভর্থ্যনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক ও অভর্থ্যনা কমিটির সদস্য অধ্যাপক মওদুদ আলমগীর পাভেল, বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা প্রধান ব্রিগেডিয়ার (অব.) শামস।
তারেক রহমানের আগমন উপলক্ষে বিমানবন্দর এলাকা ও সড়ক পথে প্রায় এক হাজার মাইকের মাধ্যমে তার বক্তব্য প্রচার করা হবে। সারা ঢাকা শহরে বিলবোর্ড ও তোরণও স্থাপন করা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই সময় শুধু যাত্রীরাই বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন।
বিএনপি নেতাকর্মীদের ঢাকায় আনতে রেলওয়ে থেকে ১০টি ট্রেন ভাড়া নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন জেলার পাশাপাশি বাস ও লঞ্চেও নেতাকর্মীরা ঢাকায় আসা শুরু করেছেন।


