January 18, 2026 - 11:36 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকবিশ্বব্যাপী ডিভি–১ লটারি ভিসা কর্মসূচি স্থগিত করল যুক্তরাষ্ট্র

বিশ্বব্যাপী ডিভি–১ লটারি ভিসা কর্মসূচি স্থগিত করল যুক্তরাষ্ট্র

spot_img

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব ক্রিস্টি নোয়েম বৃহস্পতিবার গভীর রাতে বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস)–কে ডিভি–১ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছেন। ইউএসসিআইএসের ওয়েবসাইট অনুযায়ী, ডাইভার্সিটি ইমিগ্র্যান্ট ভিসা প্রোগ্রাম (ডিভি প্রোগ্রাম) প্রতিবছর সর্বোচ্চ ৫০ হাজার অভিবাসী ভিসা প্রদান করে।

এদিকে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে ডাইভার্সিটি লটারি অভিবাসী ভিসা কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয়। সরকারের দাবি, উত্তর–পূর্বাঞ্চলের ব্রাউন বিশ্ববিদ্যালয় ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)–তে সংঘটিত তিনটি হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত সন্দেহভাজন বন্দুকধারী এই ব্যবস্থার মাধ্যমেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল।

যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম বলেন, ‘ব্রাউন বিশ্ববিদ্যালয়ের গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত ক্লাউদিও ম্যানুয়েল নেভেস ভ্যালেন্তে ২০১৭ সালে ডাইভার্সিটি লটারি ইমিগ্র্যান্ট ভিসা প্রোগ্রাম (ডিভি–১)–এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে এবং গ্রিন কার্ড পেয়েছিল। এই ভয়ংকর ব্যক্তিকে কখনোই আমাদের দেশে ঢুকতে দেওয়া উচিত ছিল না।

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে আমি অবিলম্বে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসকে ডিভি–১ কর্মসূচি স্থগিত করার নির্দেশ দিচ্ছি, যাতে এই ভয়াবহ কর্মসূচির কারণে আর কোনো আমেরিকান ক্ষতিগ্রস্ত না হন।’

ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির দুই মেয়াদের একটি প্রধান বৈশিষ্ট্য ছিল ‘অভিবাসী অপরাধের ঢেউ’ নিয়ে বারবার দাবি। যদিও পরিসংখ্যান বলছে, অভিবাসীরা অ–অভিবাসীদের তুলনায় অপরাধে জড়ানোর সম্ভাবনা পরিসংখ্যানগতভাবে কম। সমালোচকদের মতে, অভিবাসীদের দ্বারা সংঘটিত সবচেয়ে ভয়াবহ কিছু অপরাধ বেছে নিয়ে প্রচার করাই মূলত একটি আইন–মান্য সম্প্রদায়কে দানবায়নের শামিল।

নোয়েম ডিভি–১ কর্মসূচি কতদিন স্থগিত থাকবে বা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কোন প্রক্রিয়ায় এটি কার্যকর করছে—সে বিষয়ে কোনো বিস্তারিত জানাননি। ডিভি–১ কর্মসূচিটি কংগ্রেসের মাধ্যমে গঠিত হওয়ায়, এর স্থায়ী পরিবর্তন বা বাতিলের জন্য আইন প্রণয়ন প্রয়োজন হবে।
ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের ওয়েবসাইট অনুযায়ী, ডাইভার্সিটি ইমিগ্র্যান্ট ভিসা প্রোগ্রাম প্রতিবছর সর্বোচ্চ ৫০ হাজার অভিবাসী ভিসা প্রদান করে।

নোয়েমের এই ঘোষণা আসে পাঁচ দিনব্যাপী অভিযানের পর। ওই অভিযানে ৪৮ বছর বয়সী পর্তুগিজ নাগরিক ক্লাউদিও ম্যানুয়েল নেভেস–ভ্যালেন্তেকে শনাক্ত করা হয়। কর্তৃপক্ষের ধারণা, তিনি শনিবার ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গণগুলিবর্ষণে দুই শিক্ষার্থীকে হত্যা এবং আরও নয়জনকে আহত করেন। দুই দিন পর ম্যাসাচুসেটসের ব্রুকলাইনে এমআইটির অধ্যাপক নুনো লোরেইরোকেও হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বৃহস্পতিবার নিউ হ্যাম্পশায়ারের একটি স্টোরেজ ইউনিটে নেভেস–ভ্যালেন্তের মৃতদেহ উদ্ধার করা হয়। সেখানে আগ্নেয়াস্ত্র ও হামলার সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন আলামতও পাওয়া যায়।

রোড আইল্যান্ডের অ্যাটর্নি জেনারেল পিটার নেরোনহা বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে জানান, নেভেস–ভ্যালেন্তে প্রথমে ছাত্র ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং পরে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে বৈধ স্থায়ী বাসিন্দার মর্যাদা (গ্রিন কার্ড) পান।

চলতি জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে। এ সময় কিছু বৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী ব্যক্তিও এর আওতায় পড়েছেন। পাশাপাশি শরণার্থী কর্মসূচি ও কিছু দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিয়মও আরও কঠোর করা হয়েছে।

মঙ্গলবার ট্রাম্প একটি ঘোষণা স্বাক্ষর করেন, যার মাধ্যমে আরও পাঁচটি দেশ—বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান ও সিরিয়া—থেকে যুক্তরাষ্ট্রে বিদেশি নাগরিকদের প্রবেশ আরও সীমিত ও কঠোর করা হয়। এর আগে ১২টি দেশের একটি প্রাথমিক তালিকাও জারি করা হয়েছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

এনসিসি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের নতুন ব্যাচের যোগদান

কর্পোরেট ডেস্ক: এনসিসি ব্যাংকে নতুন যোগদানকৃত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল...

৬ মামলার আসামিকে পিটিয়ে হত্যা, ডাকাত আখ্যা দিয়ে মিষ্টি বিতরণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫) কে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর নিহতকে ডাকাত আখ্যা...

নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইনের বিধান সম্পর্কে...

আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব ইস্যুতেও সিদ্ধান্ত দেবে ইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির শেষ দিন আজ। একই...

বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: পররাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা এবং সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপের পক্ষে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। অভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায়...

দেশজুড়ে ৫৬ দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন ইইউর

কপোরেট সংবাদ ডেস্ক : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন (ইইউ ইওএম) সারাদেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করেছে। শনিবার...

নৈতিক এআই ও টেকসই প্রতিবেদন নিয়ে ঢাকায় সাফা আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (Ethical AI) ও টেকসই প্রতিবেদন (Sustainability Reporting) যখন ক্রমেই ব্যবসায়িক ঝুঁকি ব্যবস্থাপনা, বিনিয়োগকারীদের প্রত্যাশা এবং জনআস্থার রূপরেখা নতুনভাবে নির্ধারণ...

নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার ৪

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় চারজনকে...