পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কোম্পানির ১৫ কোটি ১৬ লক্ষ ৩৪ হাজার ৪৭৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৪৪ কোটি ৭৬ লক্ষ ৪২৬ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৬.৩৪ পয়েন্ট কমে ৫১১৫.৮৮ ডিএস-৩০ মূল্য সূচক ৫.৮১ পয়েন্ট কমে ১৯৮২.৯৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৬৫ পয়েন্ট কমে ১০৭৮.৯8 পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ২০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- মনোসপুল বাংলাদেশ, আনোয়ার গ্যালভানাইজিং, খান ব্রাদার্স পিপি ওভেন, অরিয়ন ইনফিউশন, সামিট এলায়েন্স পোর্ট, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বিচ হ্যাচারি, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং সোনালী পেপার।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- মনোসপুল বাংলাদেশ, জেমিনি সী ফুডস, মুন্নু অ্যাগ্রো, মাগুরা মাল্টিপ্ল্যাক্স, ওয়াটা কেমিক্যালস, ফার্মএইড লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং, সামিট এলায়েন্স পোর্ট, এপেক্স ফুডস লিমিটেড এবং জে.এম.আই সিরিঞ্জ।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- পূবালী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, অরিয়ন ইনফিউশন, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, খান ব্রাদার্স পিপি ওভেন, সোশ্যাল ইসলামি ব্যাংক, তুং হাই নিটিং এন্ড ডাইং, গ্লোবাল ইসলামী ব্যাংক, রংপুর ডেইরী এবং ইনটেক লিমিটেড।


