পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) কর্পোরেট হেড অফিস স্থাপনের জন্য রাজধানীর গুলশানে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত জমির প্লট নাম্বার-১১০, রোড নাম্বার-১১৩, গুলশান এভিনিউ। জমির পরিমাণ ২০ কাঠা। এই জমি কিনতে মূল্য সংযোজন কর এবং রেজিস্ট্রেশন খরচ ছাড়াই ব্যাংকটির ৩শ কোটি টাকা ব্যয় হবে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৭৩ পয়সা আয় হয়েছিলো।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮৮ পয়সা। গত বছরও একই সময়ে আয় ১ টাকা ৮৮ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ৮৬ পয়সা।


