January 12, 2026 - 4:04 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাব্যাটিং ব্যর্থতায় এক ম্যাচ আগেই সিরিজ হারলো বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় এক ম্যাচ আগেই সিরিজ হারলো বাংলাদেশ

spot_img

স্পোর্টস ডেস্ক : ব্যাটিং ব্যর্থতায় এক ম্যাচ বাকী থাকতে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার (২৯ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৪ রানে হেরেছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচ ১৬ রানে হেরেছিল স্বাগতিকরা। ফলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ায়, সিরিজ হার নিশ্চিত হল বাংলাদেশের।

টানা চার দ্বিপাক্ষিক সিরিজ জয়ের পর, অবশেষে হারের স্বাদ পেল বাংলাদেশ। এ বছরের মে মাসে সর্বশেষ পাকিস্তান সফরে সিরিজ হেরেছিল টাইগাররা। এরপর শ্রীলংকা, পাকিস্তান, নেদারল্যান্ডস এবং আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতে লিটন দাসের দল।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে প্রথমে বোলিং করতে নেমে দারুণ শুরুর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। পেসার তানজিম হাসান সাকিবের করা ম্যাচের প্রথম বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ব্রান্ডন কিং। কিš‘ সেটি তালুবন্দি করতে পারেননি উইকেটরক্ষক ও অধিনায়ক লিটন দাস।

তবে প্রথম উইকেটের দেখা পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। দ্বিতীয় ওভারে বাংলাদেশকে প্রথম উইকেট উপহার দেন পেসার তাসকিন আহমেদ। জীবন পাওয়া কিংকে ১ রানে শিকার করেন তাসকিন।

ম্যাচের শুরুতে সতীর্থকে হারানোর ধাক্কা ভালভাবে সামাল দেন ওয়েস্ট ইন্ডিজের আরেক ওপেনার অ্যালিক আথানাজে ও অধিনায়ক শাই হোপ। মারমুখী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৫০ এবং ১০ ওভার শেষে স্কোর বোর্ডে ৯৪ রান তুলেন তারা। ইনিংসের দশম ওভারে টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে নেন আথানাজে। এজন্য ৩০ বল খেলেন তিনি। পরের ওভারে দলের ও জুটিতে শতরান পূর্ণ করেন আথানাজে ও হোপ। ঐ ওভারেই টি-টোয়েন্টিতে অষ্টম অর্ধশতকের দেখা পান হোপ। আথানাজের মতই ৩০ বল খেলেন তিনি।

দারুণ ব্যাটিংয়ে শতরানের জুটি গড়া আথানাজে ও হোপকে বি”িছন্ন করে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার নাসুম আহমেদ। ১২তম ওভারে জোড়া উইকেট শিকার করেন এই বাঁ-হাতি স্পিনার। ৫টি চার ও ৩টি ছক্কায় ৩৩ বলে ৫২ রান করা আথানাজেকে শিকারের পরের ডেলিভারিতে শেরফানে রাদারফোর্ডকে খালি হাতে বিদায় দেন নাসুম। প্রথম ম্যাচেও গোল্ডেন ডাক মেরেছিলেন রাদারফোর্ড।

জোড়া ধাক্কার পর ৬ রানের ব্যবধানে আরও ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এসময় ৩টি করে চার-ছক্কায় হোপ ৩৬ বলে ৫৫, রোভম্যান পাওয়েল ৩ ও জেসন হোল্ডার ৪ রানে আউট হন। এতে ১ উইকেটে ১০৬ থেকে ১১৮ রানে ষষ্ঠ উইকেট হারায় ক্যারিবীয়রা। উইকেট পতন ঠেকিয়ে ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা সচল করেন রোস্টন চেজ ও রোমারিও শেফার্ড। সপ্তম উইকেটে তাদের ২৭ বলে ২৬ রানের জুটিতে ১৯ ওভারে ৬ উইকেটে ১৪৪ রানে পৌঁছায় সফরকারীরা।

পেসার মুস্তাফিজুর রহমানের করা শেষ ওভার থেকে ৩ উইকেট হারিয়ে মাত্র ৫ রান তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ। ওভারের প্রথম দুই বলে শেফার্ডকে ১৩ ও খারি পিয়েরেকে শূন্যতে থামান ফিজ। ইনিংসের শেষ বলে রান আউট হবার আগে ১ রান করেন আকিল হোসেন। এতে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। ১৭ রানে অপরাজিত থাকেন চেজ।

বল হাতে বাংলাদেশের মুস্তাফিজ ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নেন। এছাড়া নাসুম ৩৫ রানে এবং রিশাদ ২০ রানে ২টি করে উইকেট নেন।

১৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে সাবধানে শুরু করে বাংলাদেশ। প্রথম ২ ওভারে ৭ রান তুলে টাইগাররা। চতুর্থ ওভারে সাজঘরের পথ ধরেন সাইফ হাসান। পেসার জেসন হোল্ডারের শিকার হবার আগে ৫ রান করেন সাইফ। এরপর অধিনায়ক লিটনের মারমুখী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৩৭ রান তুলতে পারে বাংলাদেশ। এরমধ্যে লিটনের অবদান ছিল ১২ বলে ২১ রান। উইকেটে সেট হয়ে অষ্টম ওভারে স্পিনার আকিল হোসেনের বলে বোল্ড হন লিটন। একবার জীবন পেয়ে ৪ চারে ১৭ বলে ২৩ রান করেন তিনি। ৪৮ রানে লিটন ফেরার পর বাংলাদেশের রানের চাকা সচল রাখেন ওপেনার তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়। ২৮ বলে ৩৭ রান যোগ হবার পর বি”িছন্ন হন তারা। ১২ রানে পেসার শেফার্ডের শিকার হন হৃদয়। এরপর তানজিদ ও জাকের আলির ৩০ বলে ৩২ রানের জুটিতে ১শ পার করে বাংলাদেশের রান। এই জুটিতে নবম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন ৩৮ বল খেলা তানজিদ। শেষ ৩ ওভারে ৭ উইকেট হাতে নিয়ে ৩৩ রান দরকার পড়ে বাংলাদেশের। ১৮তম ওভারে ৭ রানের বিনিময়ে তানজিদ ও জাকেরকে ফিরিয়ে ম্যাচের লাগাম টেনে ধরেন ওয়েস্ট ইন্ডিজের শেফার্ড। ৩টি করে চার-ছক্কায় তানজিদ ৪৮ বলে ৬১ এবং জাকের ২ চারে ১৮ বলে ১৭ রান করেন।

১৯তম ওভারে ১ উইকেট হারিয়ে ৫ রান তুলে বাংলাদেশ। ফলে শেষ ওভারে জয়ের জন্য ২১ রানের সমীকরণ পায় টাইগাররা। কিš‘ শেষ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৬ রান তুলে ম্যাচ হারে বাংলাদেশ। ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান করে স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজের আকিল ২২ রানে ও শেফার্ড ২৯ রানে ৩টি করে এবং হোল্ডার ২০ রানে ২ উইকেট নেন।

শুক্রবার (৩১ অক্টোবর) একই ভেন্যুতে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

কর্পোরেট সংবা ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণবিধি পালনে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) যেকোনো ধরনের সভা, সমাবেশ বা নির্বাচনী...

এসবিএসি ব্যাংকের সঙ্গে বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের চুক্তি

কর্পোরেট ডেস্ক: এসবিএসি ব্যাংক পিএলসি এবং কক্সবাজারের হিমছড়িতে অবস্থিত বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের মধ্যকার সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত...

বেনাপোলে বিদেশি অস্ত্রসহ যুবক আটক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিনসহ সাকিব হোসেন (২৮)...

সূচকের বড় পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির...

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদযাপন করলো ওয়ালটন

কর্পোরেট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক-জায়ান্ট ও সুপারব্র্যান্ড ওয়ালটন শুধু আন্তর্জাতিক মানের, পরিবেশবান্ধব, উদ্ভাবনী ও সর্বাধুনিক প্রযুক্তির পণ্যই উৎপাদন করছে না; কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ...

নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে একটি বড় সংখ্যক পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রোববার (১১ জানুয়ারি) ঢাকায়...

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘এমক্যাশ’ রিব্র্যান্ডিংয়ের মাধ্যমে নতুন কলেবরে শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রধান...

ইন্টারনেটের গতি বাড়িয়ে বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা

কর্পোরেট সংবাদ ডেস্ক : গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবা নিশ্চিত করতে মাসিক মূল্য অপরিবর্তিত রেখে সকল বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ পর্যন্ত গতি বাড়ানোর ঘোষণা...