December 5, 2025 - 11:32 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকঅর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

spot_img

আন্তর্জাতিক ডেস্ক: টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণার জন্য ২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইসরাইলি বংশোদ্ভূত মার্কিন নাগরিক জোয়েল মকিয়র, ফ্রান্সের ফিলিপ আগিয়োঁ ও কানাডার পিটার হাউইট। ‘উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির তত্ত্ব’ ব্যাখ্যার জন্য তাদের যৌথভাবে এ পুরস্কার দেয়া হয়।।

সোমবার (১৩ অক্টোবর) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

এই মর্যাদাপূর্ণ পুরস্কারটির আনুষ্ঠানিক নাম ‘স্ভেরিজেস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমরি অব আলফ্রেড নোবেল’, যা এ বছর নোবেল সিরিজের শেষ পুরস্কার হিসেবে ঘোষণা করা হলো। পুরস্কারের অর্থমূল্য এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার)। খবর রয়টার্স, সিএনএনের।

নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়েছে,‘লরিয়েটরা (নোবেলজয়ী) আমাদের শিখিয়েছেন-টেকসই প্রবৃদ্ধি কখনোই স্বয়ংক্রিয়ভাবে ঘটে না। মানব ইতিহাসের বেশিরভাগ সময় অর্থনৈতিক স্থবিরতাই ছিল স্বাভাবিক অবস্থা, প্রবৃদ্ধি নয়। তাদের গবেষণা দেখিয়েছে, ক্রমবর্ধমান প্রবৃদ্ধির ধারা ধরে রাখতে হলে হুমকিগুলোর প্রতি সচেতন থেকে তা মোকাবিলা করতে হবে।’

ঘোষণা অনুযায়ী, পুরস্কারের অর্ধেক পাবেন জোয়েল মোকির, আর অন্য অর্ধেক ভাগাভাগি করবেন ফিলিপ আগিয়ন ও পিটার হাওইট।

মোকির যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক। আগিয়ন প্যারিসের কলেজ দ্য ফ্রঁস ও ইনসিয়াড–এর অধ্যাপক, পাশাপাশি লন্ডন স্কুল অব ইকোনমিকস–এরও শিক্ষক। হাওইট যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক।

নোবেল কমিটির সদস্য জন হাসলার বলেন,‘জোয়েল মোকির ঐতিহাসিক গবেষণার মাধ্যমে দেখিয়েছেন, প্রযুক্তিগত উদ্ভাবনের ধারাবাহিকতা কীভাবে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি গড়ে তোলে।’

তিনি আরও জানান,‘ফিলিপ আগিয়ন ও পিটার হাওইট ‘সৃজনশীল ধ্বংস’ (ক্রিয়েটিভ ডেসট্রাকশন)–এর গাণিতিক মডেল তৈরি করেছেন—যেখানে নতুন ও উন্নত পণ্য পুরোনোকে প্রতিস্থাপন করে এক অন্তহীন চক্রে অর্থনীতিকে গতিশীল রাখে।’

এ বছরের চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, শান্তি ও সাহিত্য-এই পাঁচটি বিভাগে নোবেল পুরস্কার ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে।

এই পুরস্কারগুলোর সূচনা করেন সুইডিশ বিজ্ঞানী ও ব্যবসায়ী আলফ্রেড নোবেল, যিনি ডিনামাইটের আবিষ্কর্তা। ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেয়া শুরু হয়, যদিও দুই বিশ্বযুদ্ধের সময় কিছু বছর তা বন্ধ ছিল।

অর্থনীতিতে নোবেল তুলনামূলকভাবে নতুন। এটি প্রথম চালু হয় ১৯৬৯ সালে, যখন নরওয়ের র‍্যাগনার ফ্রিশ ও নেদারল্যান্ডসের জান টিনবারগেন ‘ডাইনামিক ইকোনমিক মডেলিং’-এর কাজের জন্য পুরস্কার পান। টিনবারগেনের ভাই নিকোলাস টিনবারগেন পরবর্তীতে ১৯৭৩ সালে চিকিৎসায় নোবেল পান।

যদিও অর্থনীতিবিদদের মধ্যে অনেকেই বিশ্বব্যাপী পরিচিত মুখ নন, তবুও নোবেলজয়ীদের তালিকায় আছেন সুপরিচিত নাম—বেন বার্ন্যাঙ্কি, পল ক্রুগম্যান ও মিল্টন ফ্রিডম্যান-যারা অর্থনীতিতে গভীর প্রভাব রেখে গেছেন।

আরও পড়ুন:

সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লেখক

রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

পদার্থবিদ্যায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কক্সবাজারে হোটেল সি প্যালেসে এই সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই...

রাজনীতির ধ্রুবতারা খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন এক নাম, যিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র, আন্দোলন ও সংগ্রামের প্রতীক...

ডিএমপির ৫০ থানার ওসির রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত...

আগুনে দগ্ধ আরিফিন শুভ, তবুও চালিয়ে যান শুটিং

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দুর্ঘটনার শিকার হয়েছেন। তার নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যের সময় শরীরে আগুন লেগে যায়।...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন...

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ পদক জয়

কর্পোরেট ডেস্ক: ২২তম আর্ন্তজাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এ (আইজেএসও-২০২৫) বাংলাদেশ দল ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্...

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে...