January 12, 2026 - 7:59 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকনেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি

নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি

spot_img

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি। তিনি শুধু প্রথম নারী প্রধানমন্ত্রীই নন, নেপালের সর্বোচ্চ আদালতের প্রথম ও একমাত্র নারী প্রধান বিচারপতিও ছিলেন।

প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর প্রেসিডেন্টের কার্যালয়ে শপথবাক্য পাঠ করান।

রাজনৈতিক পটভূমি ছাড়াই বিচারপতি থেকে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পদে আসীন হওয়া ৭৩ বছর বয়সী এই নারীকে বিশেষ আলোচনায় এনেছে। ১৯৫২ সালের ৭ জুন পূর্ব নেপালের বিরাটনগরে জন্মগ্রহণ করেন সুশীলা কার্কি। কৃষক পরিবারে বড় হলেও শৈশবেই তিনি পড়াশোনায় মনোযোগী ছিলেন। ১৯৭২ সালে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে মানবিক শাস্ত্রে স্নাতক শেষ করেন। পরের বছর ভারতের বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় (বিএইচইউ) থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৭৮ সালে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।

তিনি ১৯৮৫ সালে ধরণের মহেন্দ্র মাল্টিপল ক্যাম্পাসে সহকারী শিক্ষক হিসেবে কাজ করেন এবং ১৯৭৯ সাল থেকে বিরাটনগরে আইন পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করেন।

১৯৯০ সালে পঞ্চায়েত শাসনবিরোধী গণআন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি বিরাটনগর কারাগারে বন্দি হন। বন্দি জীবনের অভিজ্ঞতা থেকে তিনি পরবর্তীতে ‘কারা’ শিরোনামে একটি উপন্যাস লেখেন।

আইনজীবী হিসেবে পেশা শুরু করে তিনি দ্রুতই নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০০৮ সালে নেপাল বার অ্যাসোসিয়েশনে সিনিয়র অ্যাডভোকেট হন এবং ২০০৯ সালে সুপ্রিম কোর্টে অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। এক বছর পর তার পদ স্থায়ী করা হয়। ২০১৬ সালে তিনি নেপালের প্রধান বিচারপতি হন। দায়িত্বকালে দুর্নীতিবিরোধী অবস্থানের কারণে ব্যাপক প্রশংসিত হন সুশীলা।

তবে ২০১৭ সালে তার বিরুদ্ধে পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব আনা হয়। এই উদ্যোগকে রাজনৈতিকভাবে প্রভাবিত মনে করা হলেও জনসাধারণের চাপ ও সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশনায় তা ভেস্তে যায়। একই বছরের জুনে অবসর গ্রহণ করেন তিনি।

প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের সময় সুশীলা কার্কি বেশ কিছু যুগান্তকারী রায় দেন। বিশেষ করে সাবেক মন্ত্রী জয়প্রকাশ গুপ্তাকে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করা তার অন্যতম সাফল্য হিসেবে বিবেচিত হয়। দুর্নীতির প্রতি শূন্য সহনশীল মনোভাবের কারণে তিনি নেপালের বিচারিক স্বাধীনতার প্রতীক হয়ে ওঠেন।

সম্প্রতি নেপালে দুর্নীতি ও শাসনব্যর্থতার বিরুদ্ধে গণবিক্ষোভ ছড়িয়ে পড়ে। পুলিশের গুলিতে ৫০ জনের বেশি নিহত হন, আহত হন হাজারেরও বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পরে রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল, সেনাবাহিনীর প্রধান ও বিক্ষোভকারীদের নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছালে সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

শিক্ষাজীবনে বারাণসীতে পড়াশোনার সময় তিনি দুর্গাপ্রসাদ সুবেদীর সঙ্গে পরিচিত হন এবং পরবর্তীতে তাকে বিয়ে করেন। সুবেদী নেপালি কংগ্রেসের একজন নেতা ছিলেন এবং ১৯৭৩ সালে নেপাল এয়ারলাইন্সের একটি বিমানের আলোচিত ছিনতাই ঘটনায় জড়িত ছিলেন, যার মাধ্যমে কংগ্রেস আন্দোলনের জন্য অর্থ সংগ্রহ করা হয়েছিল।

অবসরোত্তর সময়ে সুশীলা কার্কি সামাজিক কর্মকাণ্ড, সিভিক আন্দোলন ও দুর্নীতিবিরোধী প্রচারণায় সক্রিয় ছিলেন। তার নিরপেক্ষতা ও দৃঢ় অবস্থানই তাকে আজকের রাজনৈতিক অস্থিরতার সময়ে নেপালের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে নিয়ে এসেছে। সূত্র-এনডিটিভি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

কর্পোরেট সংবা ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণবিধি পালনে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) যেকোনো ধরনের সভা, সমাবেশ বা নির্বাচনী...

এসবিএসি ব্যাংকের সঙ্গে বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের চুক্তি

কর্পোরেট ডেস্ক: এসবিএসি ব্যাংক পিএলসি এবং কক্সবাজারের হিমছড়িতে অবস্থিত বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের মধ্যকার সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত...

বেনাপোলে বিদেশি অস্ত্রসহ যুবক আটক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিনসহ সাকিব হোসেন (২৮)...

সূচকের বড় পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির...

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদযাপন করলো ওয়ালটন

কর্পোরেট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক-জায়ান্ট ও সুপারব্র্যান্ড ওয়ালটন শুধু আন্তর্জাতিক মানের, পরিবেশবান্ধব, উদ্ভাবনী ও সর্বাধুনিক প্রযুক্তির পণ্যই উৎপাদন করছে না; কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ...

নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে একটি বড় সংখ্যক পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রোববার (১১ জানুয়ারি) ঢাকায়...

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘এমক্যাশ’ রিব্র্যান্ডিংয়ের মাধ্যমে নতুন কলেবরে শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রধান...

ইন্টারনেটের গতি বাড়িয়ে বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা

কর্পোরেট সংবাদ ডেস্ক : গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবা নিশ্চিত করতে মাসিক মূল্য অপরিবর্তিত রেখে সকল বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ পর্যন্ত গতি বাড়ানোর ঘোষণা...