নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, “৭১ আমাদের গৌরবের জায়গা। এটাকে সামনে রেখেই সবকিছু সংস্কার করতে হবে। ৭১-কে বাইপাস করে যদি সংস্কারের নামে পরিবর্তন করতে যাই, তাহলে জাতি হিসেবে আমরা তেমন সফল হতে পারব না।”
বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেট হলে একাডেমিক কমিটি (আর্টস) আয়োজিত “গণঅভ্যুত্থান পরবর্তী সংবিধান সংস্কার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা” শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমিক কমিটি (আর্টস)-এর চেয়ারম্যান ড. সৈয়দ হাদিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর অধ্যাপক মোঃ লুৎফর রহমান। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ও সংবিধান সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক একরামুল হক।
ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ আরও বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে আমরা কিভাবে এগিয়ে যাব সেটা উদ্বেগের বিষয়। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করতেও জ্ঞানের প্রয়োজন আছে, যেটা আমাদের অর্জন করতে হবে।”



