December 5, 2025 - 12:31 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকদক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম গ্রেপ্তার

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের স্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি কিম কিওন হি-কে গ্রেফতার করা হয়েছে। শেয়ারবাজারে কারসাজি ও ঘুষ গ্রহণসহ একাধিক অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে নিজের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট ৫২ বছর বয়সী কিম কিওন হি-র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জন্য প্রসিকিউটরদের আবেদন করার কয়েক ঘন্টা পরেই তাকে গ্রেফতার করা হয়।

প্রমাণ নষ্ট করার ঝুঁকির কথা উল্লেখ করে প্রসিকিউটররা কিমের কথিত ‘বেআইনি কাজ’ তুলে ধরে ৮৪৮ পৃষ্ঠার মতামত জমা দেওয়ার পর আদালত পরোয়ানা মঞ্জুর করে।

এই গ্রেফতারের ফলে, দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথমবারের মতো একজন প্রাক্তন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি উভয়কেই কারাগারে পাঠানো হল।

কিমের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে, পুঁজিবাজার এবং আর্থিক বিনিয়োগ আইন লঙ্ঘনের পাশাপাশি রাজনৈতিক তহবিল আইন।

কিমের স্বামী ও সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল গত বছর ৩ ডিসেম্বর সামরিক আইন প্রয়োগের চেষ্টার অভিযোগে গ্রেফতার হন। এই পদক্ষেপের মাধ্যমে সংসদে সৈন্য মোতায়েন করা হয়েছিল কিন্তু বিরোধী দলের এমপিরা তা দ্রুত প্রত্যাখ্যান করেন। এই ঘটনা দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে এবং শেষ পর্যন্ত তাকে ক্ষমতাচ্যুত হতে হয়।

সামরিক আইন জারির কারণে এপ্রিল মাসে প্রাক্তন শীর্ষ আইনজীবী ইউনকে অভিশংসন করে অপসারণ করা হয়, যার ফলস্বরূপ জুন মাসে দেশে আগাম নির্বাচন অনুষ্ঠিত হয়।

গত ১০ জুলাই থেকে সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল আটক রয়েছেন। গত সপ্তাহে, কিমকে প্রসিকিউটররা ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিলেন। পরের দিন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

বুধবার প্রসিকিউটরদের কার্যালয়ে পৌঁছানোর পর কিম বলেন, ‘আমি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নই, তবুও সমস্যা সৃষ্টি করার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইছি’।

কিমকে ঘিরে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে, শেয়ার কারসাজিতে তার কথিত ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

তার বিরুদ্ধে ইউনের দলের এমপিদের মনোনয়ন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার অভিযোগও রয়েছে, যা নির্বাচনী আইনের লঙ্ঘন।

প্রেসিডেন্ট ইউন তিনটি বিশেষ তদন্ত বিল, যা বিরোধী-নিয়ন্ত্রিত সংসদ কর্তৃক পাস করা হয়েছিল, তাতে ভেটো দিয়েছিলেন। এই বিলগুলো কিমের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য আনা হয়েছিল। শেষ ভেটোটি নভেম্বরের শেষের দিকে জারি করা হয়েছিল। এর এক সপ্তাহ পরে, ইউন সামরিক আইন জারি করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কক্সবাজারে হোটেল সি প্যালেসে এই সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই...

রাজনীতির ধ্রুবতারা খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন এক নাম, যিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র, আন্দোলন ও সংগ্রামের প্রতীক...

ডিএমপির ৫০ থানার ওসির রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত...

আগুনে দগ্ধ আরিফিন শুভ, তবুও চালিয়ে যান শুটিং

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দুর্ঘটনার শিকার হয়েছেন। তার নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যের সময় শরীরে আগুন লেগে যায়।...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন...

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ পদক জয়

কর্পোরেট ডেস্ক: ২২তম আর্ন্তজাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এ (আইজেএসও-২০২৫) বাংলাদেশ দল ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্...

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে...