December 14, 2025 - 1:38 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলেই মিলবে পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলেই মিলবে পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক: জুলাই-আগস্টের অভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে সরকারের পক্ষ থেকে পুরস্কার দেওয়া বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১০ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের যে হাতিয়ারগুলো হারিয়ে গেছে, এগুলো উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি। একটি পুরস্কারও ঘোষণা করছি। যে তথ্য দেবে তাকে আমরা কত টাকা দিতে পারি, সে বিষয়টি নিজেদের ভেতর একটা কমিটি করে আমরা দু-চার দিনের মধ্যে হয়তো মিডিয়ায় ঘোষণা দিয়ে দেবো। কেউ যদি খবর দিতে পারে, সে পুরস্কার পাবে।

পুলিশের কাছ থেকে লুট হওয়া ৭০০টিরও বেশি অস্ত্রের এখনও কোনও খোঁজ মেলেনি বলে এ সময় জানিয়েছেন উপদেষ্টা।

গত ৫ আগস্ট অভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সরকার পতনের পর বিভিন্ন থানা-ফাঁড়িসহ পুলিশের নানান স্থাপনা থেকে ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র লুট হয়। গোলাবারুদ লুট হয় ৬ লাখ ৫১ হাজার ৬০৯টি।

লুট হওয়া আগ্নেয়াস্ত্র-গোলাবারুদের মধ্যে আছে বিভিন্ন ধরনের রাইফেল, এসএমজি (স্মল মেশিনগান), এলএমজি (লাইট মেশিনগান), পিস্তল, শটগান, গ্যাসগান, কাঁদানে গ্যাস লঞ্চার, কাঁদানে গ্যাসের শেল, কাঁদানে গ্যাসের স্প্রে, সাউন্ড গ্রেনেড ও বিভিন্ন বোরের গুলি। লুট হওয়া আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধারে গত বছরের ৪ সেপ্টেম্বর যৌথ অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ শুরু হয়। প্রিজাইডিং অফিসারের সুরক্ষায় এবার নির্বাচনে হাতিয়ারসহ একজন আনসার সদস্য থাকবেন। আর প্রতিটি কেন্দ্রে এবার হাতিয়ারসহ তিনজন আনসার সদস্য থাকবেন।

তিনি বলেন, নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে আনসার সদস্যরা। অনেক সময় প্রিজাইডিং অফিসারদের ওপরও হামলার ঘটনা দেখা যায়, এজন্য আমরা হাতিয়ারসহ উনার জন্য একজন গার্ড ব্যবস্থা করছি।

নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে জানিয়ে তিনি বলেন, বডি ক্যাম কেনা হচ্ছে। কোন কেন্দ্রে কোন ধরনের ঘটনা ঘটছে, সেটি জেলার সাংবাদিকরাও দেখতে পাবেন। নির্বাচনে কোনো অরাজকতা হবে না। এমন নির্বাচন করে যেতে চাচ্ছি, যেন চলে যাওয়ার পর মানুষ প্রশংসা করে।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সবার সহযোগিতা প্রয়োজন জানিয়ে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীই নয়, যারা নির্বাচনে অংশ নেবেন, তারাও কেমন নির্বাচন চাচ্ছেন- সেটিও গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচন কমিশন, প্রশাসন, জনগণ কীভাবে ভোট চাচ্ছেন, সেটি গুরুত্বপূর্ণ।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকার যে অবস্থায় দেশ পেয়েছে, তেমন পরিস্থিতি কখনও আসেনি। তবে সে অবস্থায় পরিবর্তন এসেছে। হয়তো আইনশৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত পর্যায়ে আসেনি, তবে একটি স্ট্যান্ডার্ডে আসা গেছে।

সম্প্রতি রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, দেশীয় অস্ত্র যারা বানাচ্ছে, তাদের সতর্ক হতে হবে। তারাও জানে এগুলোর ব্যবহার কারা করে। যারা অপরাধীদের কাছে এগুলো দিচ্ছে, তাদের আইনের আওতায় আনা হচ্ছে।

গাজীপুরে সাংবাদিক হত্যা ও শেরপুরে অসুস্থ স্ত্রীকে জীবিত অবস্থায় কবর দেয়ার মতো ঘটনাগুলোর প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতি হিসেবে আমরা অসহিষ্ণু হয়ে গেছি। সমাজে খারাপ ঘটনা ঘটলে আগে লোকজন প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়তো। এখন সবাই ভিডিও করায় ব্যস্ত থাকে। ধর্মেও আছে অন্যায় প্রতিহত করা ঈমানি দায়িত্ব। এখন জনসম্মুখে ঘটনা ঘটলে কেউ প্রতিহত করতে আসে না। তাছাড়া সব জায়গায় সবসময় আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিতও থাকে না। আর সব অপরাধীকে আগে ধরাও সম্ভব হয় না।

জনগণকে অন্যায়-অপরাধ প্রতিহত করতে সচেতন করতে হবে জানিয়ে তিনি বলেন, পাবলিক চার্টার একটি আইন আছে, এ আইন অনুযায়ী জনগণেরও এমন ঘটনা প্রতিকার করার কথা। কিন্তু এই আইনটি আস্তে আস্তে আমরা ভুলে যাচ্ছি। অন্যায়, অপরাধ প্রতিহত করতে জনগণকে সচেতন করতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজীপুরের ঘটনা খুবই দুঃখজনক। এ ধরনের ঘটনা সমাজে ঘটুক, কেউ সেটা চিন্তাও করতে পারে না। জড়িতদের অধিকাংশকে আইনের আওতায় আনা হয়েছে। তবে যে জীবন চলে গেছে, সেটার কোনো ক্ষতিপূরণ হয় না। গাজীপুরের ঘটনায় অপরাধীরা যেন উপযুক্ত শাস্তি পায়, সেজন্য যা ব্যবস্থা নেয়ার নেয়া হবে। যত দ্রুত সম্ভব চার্জশিট দেয়া হবে।

এদিন গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ২৫-২৮ আগস্ট বাংলাদেশে আসছেন বিএসএফ প্রধান।

আরও পড়ুন:

দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ

ফেব্রুয়ারির নির্বাচনে ৪০ হাজার বডি ক্যামেরা কিনছে সরকার

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ হানাদারমুক্ত দিবস

সিরাজগঞ্জ প্রতিনিধি: আজ ১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী সিরাজগঞ্জ শহর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এর মধ্য...

বিপিএল মাতাতে আসছেন মঈন আলি

স্পোর্টস ডেস্ক: আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে সিলেট টাইটান্সের হয়ে খেলবেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলী। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ...

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী নিহতে জাতিসংঘের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক: সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর ভয়াবহ ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ হামলায় ছয়জন নিহত এবং আরও বেশ...

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত: আইএসপিআর

কর্পোরেট সংবাদ ডেস্ক: সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর মোট ১৪ জন শান্তিরক্ষী হতাহত হয়েছেন। শনিবার (১৩...

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, আটক ১

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে র‌্যাব। এই ঘটনায়...

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

কর্পোরেট সংবাদ ডেস্ক: শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তারা দেশের...

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

কর্পোরেট সংবাদ ডেস্ক: সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ...

সুদানে ৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক

কর্পোরেট সংবাদ ডেস্ক : সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহতের ঘটনায় শোক প্রকাশ...