নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের পরিচালনা পর্ষদ এডিএন ইন্টারন্যাশনাল গেটওয়ের ৪০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে। শেয়ার অধিগ্রহণের জন্য কোম্পানির পর্ষদ ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার টাকা বিনিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এডিএন ইন্টারন্যাশনাল গেটওয়ের শেয়ার অধিগ্রহণের পর এডিএন টেলিকম কোম্পানিটির ৪০ থেকে ৮০ শতাংশ মালিকানা হবে। এর ফলে ইন্টারন্যাশনাল গেটওয়ে কোম্পানিটির সহযোগী কোম্পানিতে পরিণত হবে।
এডিএন ইন্টারন্যাশনাল গেটওয়ে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে বিটিআরসি থেকে লাইসেন্স পেয়েছে।
কোম্পানিটি আরও জানায়, প্রস্তাবিত শেয়ার অধিগ্রহণ প্রক্রিয়া উভয় কোম্পানিকে সফলতার দিকে নিয়ে যাবে এবং মার্কেটে তাদের একটি শক্তিশালী অবস্থান তৈরী করবে।