February 7, 2025 - 4:30 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকপ্রথম ধাপে ৭৩৫ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরাইল

প্রথম ধাপে ৭৩৫ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরাইল

spot_img

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে অনুমোদন দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা। এরই অংশ হিসেবে প্রথম ধাপে ইসরায়েল থেকে ছাড়া পাবেন ৭৩৫ জন ফিলিস্তিনি বন্দি। বিনিময়ে ৩৩ ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস।

শনিবার (১৮ জানুয়ারি) ভোরে ইসরায়েলের বিচার মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর সিএনএনের।

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের এই চুক্তি তিন ধাপে কার্যকর হবে। এর মধ্যে আগামীকাল রোববার থেকে ছয় সাপ্তাহ ধরে চলবে প্রথম ধাপের কার্যক্রম।

এর আগে গতকাল শুক্রবার রাতে যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দিতে দেশটির ৩৩ সদস্যের মন্ত্রিসভা আলোচনায় বসে। দীর্ঘ সাত ঘণ্টার বৈঠকে চুক্তিটি অনুমোদন দেয় ইসরায়েলি সরকার।

চুক্তি অনুমোদনের পরপরই দেশটির মন্ত্রণালয় এক বিবৃতি জানায়, রোববার থেকে এই চুক্তি বাস্তবায়নের পথ সুগম হচ্ছে। এদিন ৯৫ জন ফিলিস্তিনিকে বন্দিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। যার মধ্যে ৭০ জন নারী এবং ২৫ জন পুরুষ থাকবেন।

একই বিবৃতিতে ২৫ জন অপ্রাপ্তবয়স্ক ছাড়া মুক্তি পেতে যাওয়া বাকি বন্দিদের নাম প্রকাশ করে ইসরায়েলি সরকার।

অন্যদিকে, রোববার তিন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে হামাস।

দুজন মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএন জানায়, ৯৫ ফিলিস্তিনির বিনিময়ে তিনজন ইসরায়েলি বেসামরিক নারী বন্দি মুক্তি পেতে যাচ্ছেন।

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তির তিন ধাপে যা রয়েছে—

প্রথম পর্যায়: যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায় ছয় সাপ্তাহব্যাপী চলমান থাকবে। এই সময়ের মধ্যে সীমিত পরিসরে বন্দি বিনিময়, গাজা থেকে আংশিক সেনা প্রত্যাহার এবং গাজা উপকূলে সাহায্য প্রবেশের সীমা বাড়ানো হবে।

প্রথম ধাপে ইসরায়েলের ৩৩ জন বন্দি মুক্তি পাবে। এর মধ্যে নারী, শিশু ও পঞ্চাশোর্ধ বেসামরিক নাগরিক রয়েছে। এসব বন্দিদেরকে ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েল থেকে আটক করে হামাস। অন্যদিকে ৩৩ বন্দি মুক্তির বিনিময়ে প্রায় ৭৩৫ বন্দি ফিলিস্তিনিকে মুক্ত দেবে ইসরায়েল। এর মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দিরাও থাকবে।

বন্দি বিনিময়ের সঙ্গে সঙ্গেই ইসরায়েল গাজার জনবহুল এলাকাগুলো থেকে সেনা প্রত্যাহার করবে। গাজা সীমান্তের অভ্যন্তরে ৭০০ মিটারের মধ্যে ইসরায়েলি সেনারা অবস্থান করবে। তবে নেটজারিম করিডোর (দক্ষিণ গাজাকে আলাদা করার একটি সামরিক সীমানা) এ শর্তের অন্তর্ভুক্ত হবে না। এই এলাকা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল।

উত্তর গাজার নাগরিকদের তাদের বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হবে। প্রতিদিন ৬০০ ট্রাক খাদ্য সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হবে। আহত ফিলিস্তিনিরা চিকিৎসার জন্য গাজার বাইরে যাওয়ার অনুমতি পাবে। প্রথম ধাপের কার্যক্রম শুরু হওয়ার সাতদিনের মধ্যে মিসরে প্রবেশের রাফাহ ক্রসিং খুলে দেওয়া হবে।

ইসরায়েলি সেনারা ফিলাডেলফি করিডরে তাদের উপস্থিতি কমিয়ে আনবে, যা মিসর ও গাজার সীমান্ত এলাকায় অবস্থিত। এই চুক্তি কার্যকরের ৫০ দিনের মধ্যে সেনা পুরোপুরি প্রত্যাহার করবে ইসরায়েল।

দ্বিতীয় পর্যায়: দ্বিতীয় পর্যায়ের শর্তগুলোর মধ্যে রয়েছে, হামাস সমস্ত জীবিত বন্দিকে মুক্তি দেবে। বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক আরও ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। এ ছাড়া ইসরাইল গাজা থেকে পূর্ণ সেনা প্রত্যাহার কার্যক্রম শুরু করবে।

তৃতীয় পর্যায়: দ্বিতীয় পর্যায়ের শর্তগুলো পূরণ হলে বাকি বন্দিদের মৃতদেহগুলো হস্তান্তর করা হবে। এরপর গাজা পুনর্গঠনের জন্য তিন থেকে পাঁচ বছরের একটি পরিকল্পনা করা হবে।

এর আগে গত মঙ্গলবার (১৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, যুদ্ধ পরবর্তী সময় গাজা অঞ্চল শাসন, তত্ত্বাবধান ও পুনর্গঠনের জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ আন্তর্জাতিক সহযোগীদের আমন্ত্রণ জানাবে। এই সময় স্বল্পমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরব রাষ্ট্রগুলো বাহিনী সরবরাহ করবে। যদিও ইসরায়েল এখনও গাজা শাসনের বিকল্প কোনো পদ্ধতি প্রস্তাব করেনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

প্রফেশনে হঠাৎ ছন্দপতন! উন্নয়ন ও বৈষম্যহীন ঐক্যে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি

মো. মিজানুর রহমান, এফসিএস || সিএস এ্যাক্ট-২০১০ এর অধিনে নির্বাচনে প্রথম কাউন্সিলে একটি সার্বজনীন চাওয়া ছিল মি. মোহাম্মদ আসাদ উল্লাহ যেন নবগঠিত সিএস কাউন্সিলের...

সরকারকে বুদ্ধি ও বিবেকের সঙ্গে কাজ করা উচিত: ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক: ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাংচুরের ঘটনা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন,...

আইপিডিসি ফাইন্যান্স ও কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকরের মধ্যে চুক্তি সাক্ষর

কর্পোরেট ডেস্ক: আইপিডিসি ফাইন্যান্স পিএলসি. সম্প্রতি কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকর লিমিটেড (সিএআইডিএল)-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার আওতায় গ্রাহকরা এক্সক্লুসিভ ইন্টেরিওর ডিজাইন...

লেয়ার মুরগির বিষ্ঠা থেকে তৈরি হচ্ছে উন্নতমানের কম্পোস্ট সার

ময়মনসিংহ ব্যুরো: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুবিজ্ঞান বিভাগের একদল গবেষক লেয়ার মুরগির বিষ্ঠা থেকে স্ট্রুভাইট সমৃদ্ধ এক ধরনের উন্নতমানের কম্পোস্ট তৈরি করেছেন, যা কৃষিক্ষেত্রে...

একুশে পদক পাচ্ছেন ১৪ ব্যক্তি ও নারী ফুটবল দল

কর্পোরেট সংবাদ ডেস্ক : দেশে বিভিন্ন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১৪ নাগরিক এবং বাংলাদেশ নারী ফুটবল দলকে একুশে পদক-২০২৫ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মোঃ ওবায়েদ উল্লাহ আল...

সোশ্যাল ইসলামী ব্যাংকের উত্তরা ও গরিব-ই-নেওয়াজ এভিনিউ শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকের উত্তরা ও গরিব-ই-নেওয়াজ এভিনিউ শাখার উদ্যোগে বুধবার (৫ ফেব্রুয়ারি) গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...

ঝিনাইদহে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শৈলকুপা উপশাখা উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র লাঙ্গলবাঁধ বাজার শাখা, ঝিনাইদহ এর অধীনে শৈলকুপা উপশাখা বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের খুলনা অঞ্চলপ্রধান...