December 17, 2025 - 2:22 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদ২৫ রুপিতে পেঁয়াজ বিক্রি করবে ভারত সরকার

২৫ রুপিতে পেঁয়াজ বিক্রি করবে ভারত সরকার

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : বাজারে পেঁয়াজের বাড়তি দাম নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিলো ভারতের কেন্দ্রীয় সরকার। বিপুল ভর্তুকি দিয়ে দেশজুড়ে প্রতি কিলোগ্রাম মাত্র ২৫ রুপি দরে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে তারা।

ভারতের ভোক্তা, খাদ্য ও বিতরণ বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পেঁয়াজকে ভোক্তাদের কাছে সাশ্রয়ী ও সহজলভ্য করতে ভোক্তা বিষয়ক অধিদপ্তর দেশজুড়ে বিভিন্ন আউটলেট এবং মোবাইল ভ্যানের মাধ্যমে পেঁয়াজ বিক্রি শুরু করেছে।

ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমারস ফেডারেশন (এনসিসিএফ), ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড (এনএএফইডি), কেন্দ্রীয় ভাণ্ডার এবং রাজ্য-নিয়ন্ত্রিত অন্যান্য সমবায়গুলোর মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

গত ২ নভেম্বর পর্যন্ত ২১টি রাজ্যে ৩২৯টি খুচরা বিক্রয়কেন্দ্র চালু করেছে এনএএফইডি। একইভাবে, এসসিসিএফ ২০টি রাজ্যে চালু করেছে ৪৫৭টি বিক্রয়কেন্দ্র। এসব জায়গায় প্রতি কিলোগ্রাম মাত্র ২৫ রুপি দরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।

ভারত সরকার জানিয়েছে, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে তারা পেঁয়াজের ন্যূনতম রপ্তানিমূল্য বেঁধে দিয়েছে প্রতি টনে ৮০০ মার্কিন ডলার। এছাড়া, কৃষকদের কাছ থেকে পেঁয়াজ সংগ্রহের পরিমাণও বাড়িয়েছে। এরই মধ্যে ৫.০৬ লাখ টন পেঁয়াজ সংগ্রহ করেছে সরকার।

এসব পদক্ষেপের সুফলও মিলতে শুরু করেছে। যেমন- মহারাষ্ট্রের লাসালগাঁও বাজারে এক সপ্তাহেরও কম সময়ে পেঁয়াজের দাম কমেছে প্রায় ২৪ শতাংশ। গত ২৮ অক্টোবর বাজারটিতে প্রতি কুইন্টাল পেঁয়াজের দাম ছিল ৪ হাজার ৮০০ রুপি। গত ৩ নভেম্বরে তা কমে কুইন্টালপ্রতি ৩ হাজার ৬৫০ রুপিতে দাঁড়িয়েছে।

এর আগে, একই কৌশল ব্যবহার করে টমেটোর দাম নিয়ন্ত্রণ করেছিল ভারত সরকার।

পেঁয়াজের পাশাপাশি ডালের দাম নিয়ন্ত্রণেও ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। ভারতজুড়ে এক কিলোগ্রাম ডালের প্যাকেট ৬০ রুপি এবং ৩০ কিলোগ্রামের প্যাকেট ৫৫ রুপি দরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে তারা। নিকট ভবিষ্যতে চার লাখ টনের বেশি ডাল ভোক্তাদের কাছে সহজলভ্য করতে চায় ভারত সরকার। সূত্র: এনডিটিভি

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবস আজ

কপোরেট সংবাদ ডেস্ক: মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।...

আইসিএসবি’র কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড পেলো ৪৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৩টি প্রতিষ্ঠানকে...

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর...

নিজ বাড়িতে সস্ত্রীক খুন হলিউডের কিংবদন্তী অভিনেতা

বিনোদন ডেস্ক: নিজ বাড়ি থেকে উদ্ধার হলো হলিউডের কিংবদন্তী পরিচালক-অভিনেতা রব রাইনা ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার মরদেহ। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মার্কিন...

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিয়েছে।...

বিডি ল্যাম্পসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করেছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।...

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড...