October 7, 2024 - 5:31 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকসাবেক উপপ্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড দিল ইরান

সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড দিল ইরান

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানের সাবেক এক উপপ্রতিরক্ষামন্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। তার নাম আলিরেজা আকবরি। ইরানের পাশাপাশি তার ব্রিটেনের নাগরিকত্ব রয়েছে। বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আলিরেজা আকবরি ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলি শামখানির ঘনিষ্ঠ মিত্র ছিলেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ সহযোগী শামখানি ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত দেশটির প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। তখন আকবরি তার ডেপুটি ছিলেন। ১৯৮০-এর দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় শামখানির ঘনিষ্ঠ আকবরিকে ২০১৯ সালে গ্রেপ্তার করা হয়।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় বলেছে, ইরানের কিছু অতি সংবেদনশীল কেন্দ্রে আকবরির প্রবেশাধিকার ছিল। তিনি ইরানে ব্রিটিশদের পক্ষে কাজ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ গুপ্তচর ছিলেন। আকবরি সব জেনেশুনেই শত্রুপক্ষকে তথ্য দিয়েছিলেন।

এদিকে, যুক্তরাজ্য ইরানের আদালতের এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অবিলম্বে তাকে মুক্তি দিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ