December 18, 2025 - 8:31 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকখাবার পাচ্ছে না গাজার বাসিন্দারা

খাবার পাচ্ছে না গাজার বাসিন্দারা

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ১০ বছরের ইউসুফ আল-নাজ্জার নগ্নপায়ে দৌড়ে আসে গাজা সিটির একটি কমিউনিটি কিচেনে মানে লঙ্গরখানায়, হাতে একটি পুরনো হাঁড়ি। কিন্তু এসে দেখে, শত শত মানুষ ইতোমধ্যে লাইনে দাঁড়িয়ে আছে।

‘পাছে সুযোগ পাবে না, এই ভয়ে মানুষ ঠেলাঠেলি করে ছোট ছোট বাচ্চারা পড়ে যায়,’ ফিসফিস করে বলছিল ইউসুফ।

গাজা সিটি থেকে এএফপি জানায়, প্রতিদিন হাজার হাজার গাজাবাসী, বিশেষ করে শিশুরা, পরিবারকে খাবার জোগাতে কমিউনিটি কিচেনগুলোর দিকে ছোটে।

গত ২ মার্চ থেকে ইসরাইল গাজার ওপর সমস্ত ত্রাণ সরবরাহ বন্ধ করে দেয়ার পর মানবিক সংকট মারাত্মকভাবে বেড়ে গেছে। যুদ্ধবিরতি ভেঙে পুনরায় সামরিক অভিযান শুরুর কয়েকদিন আগে থেকেই এই অবরোধ জারি হয়।

সরবরাহ ক্রমশ কমে আসছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) শুক্রবার জানিয়েছে, তারা কমিউনিটি কিচেনগুলোতে তাদের ‘’শেষ খাদ্য মজুদ’ পাঠিয়ে দিয়েছে।

যুদ্ধে বাবা নিহত হওয়ার পর ইউসুফের কাঁধে পুরো পরিবারের ভার এসে পড়েছে। তার স্বপ্ন খেলনা বা খেলার জগত নিয়ে নয়; বরং করুণ এক বাসনা : মায়ের ও বোনের সঙ্গে শান্তিতে বসে একসঙ্গে খাওয়া। এজন্য প্রতিদিন সকালে সে কমিউনিটি কিচেনে দৌড়ে যায়।

‘অনেক সময় ভিড়ের মধ্যে আমার হাঁড়ি হাতছাড়া হয়ে পড়ে যায়, আর খাবার মাটিতে পড়ে যায়,’ এএফপিকে বলছিল ইউসুফ। ‘তখন আমি খালি হাতে বাড়ি ফিরি… আর সেই কষ্ট ক্ষুধার চেয়েও বেশি যন্ত্রণাদায়ক।’

এএফপির ধারণকৃত ফুটেজে দেখা যায়, গাজা সিটির এক কমিউনিটি কিচেনের সামনে অগণিত ছেলে-মেয়ে হাঁড়ি-পাত্র নিয়ে ভিড় করছে, হুমড়ি খেয়ে খাবারের জন্য এগিয়ে যাচ্ছে।

এক তরুণকে দেখা যায়, এক বালকের দিকে ধাক্কা দিয়ে ধাতব হাঁড়ি ছুড়ে মারছে, যখন সে সদ্য রান্না করা ভাতের একটি পাত্রের দিকে এগোচ্ছিল।

আরেকটি কিচেনে বাস্তুচ্যুত গাজাবাসী মোহাম্মদ আবু সানাদ বলেন, ‘আমি পাঁচ ঘণ্টা ধরে অপেক্ষা করছি শুধু একটা চালের থালা পাওয়ার জন্য।’ ‘আমার কোনো আয় নেই। ফ্রি কিচেন থেকে খাবার পেলে খাই, না পেলে না খেয়েই থাকতে হয়—ক্ষুধায় মরে যাই।’

ডব্লিউএফপি, গাজার অন্যতম প্রধান খাদ্য সহায়তা সংস্থা, জানিয়েছে—এই কমিউনিটি কিচেনগুলোও ‘কয়েক দিনের মধ্যেই’ খাবারের মজুদ ফুরিয়ে যাবে।’ ৪২ বছর বয়সী আইদা আবু রায়ালা বললেন, এখন প্রয়োজন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।

‘ঘরে একফোঁটা ময়দাও নেই, রুটি নেই, কোনো উপায় নেই সন্তানদের খাওয়ানোর। প্রচণ্ড রোদের মধ্যে কিংবা কখনও ঠান্ডায়, আমরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকি,’ বললেন নুসাইরাত এলাকার এই বাসিন্দা।

‘অনেক দিন এমনও হয় যে, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও খাবার শেষ হয়ে যায় — আমার পালা আসার আগেই।’

বিমান হামলায় রায়ালার বাড়ি ধ্বংস হয়ে গেছে। এখন তারা পাতলা নাইলনের একটি তাঁবুতে বাস করছেন।

একদিন তিন ঘণ্টা ধরে দাঁড়িয়ে ছিলেন তিনি, পায়ে ফোসকা পড়ে গিয়েছিল। কিন্তু যখন অবশেষে কাউন্টারে পৌঁছলেন, তখন কোনো খাবার অবশিষ্ট ছিল না।

‘খালি হাতে ঘরে ফিরলাম। সন্তানরা কান্নায় ভেঙে পড়ল… আর তখন আমার মনে হলো, আমি যেন মরে যাই —যেন সন্তানদের আবার না খাওয়ার কষ্ট দেখতে না হয়।’

গাজায় খাদ্য সহায়তার কেন্দ্রবিন্দুতে আছেন ৫২ বছর বয়সী ফাতেন আল-মাজুন, যিনি উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি দাতব্য রান্নাঘর পরিচালনা করেন।

তিনি ও তার ১৩ জন স্বেচ্ছাসেবক খোলা জায়গায়, কাঠের আগুনে, হাতে রান্না করেন — আধুনিক কোনো রান্নাঘর বা উপকরণ ছাড়াই।

‘কখনও আমরা ৫০০ খাবারের প্যাকেট প্রস্তুত করি, অথচ হাজির হয় ৬০০ জনের বেশি,’ বললেন মাজুন। প্রয়োজন বিশাল। আর যতদিন সীমান্ত বন্ধ থাকবে, এই প্রয়োজন আরও বাড়বে।’

বাজার থেকে ময়দা উধাও হয়ে গেছে, বেকারিগুলো বন্ধ হয়ে গেছে, এমনকি সাধারণ সবজিও এখন বিলাসবস্তু হয়ে উঠেছে — ফলে হাজার হাজার মানুষের জন্য কমিউনিটি রান্নাঘরই এখন একমাত্র ভরসা।

‘মর্যাদার সঙ্গে বাঁচতে চাই’

গাজার দক্ষিণের খান ইউনুস এলাকায় আলা আবু আমিরার পরিস্থিতিও একইরকম। ‘মাত্র কয়েক মিনিট দেরি করলেও আর খাবার পাওয়া যায় না,’ বললেন ২৮ বছর বয়সী আবু আমিরা, যিনি আগে উত্তর গাজার বেইত লাহিয়ায় থাকতেন।

‘মানুষ ঠেলাঠেলি করে, পড়ে যায়। আমি দেখেছি এক শিশু আহত হয়েছে। একবার ছোট একটি মেয়ে গরম খাবারের হাঁড়ি উল্টে গিয়ে পুড়ে গেছে।’

যখনই কোনো খাবার সংগ্রহ করতে পারেন, তা প্রায়ই ঠান্ডা, বিস্বাদ, একঘেয়ে — কখনও আধা রান্না করা ভাত, কখনও টিনজাত মটরশুঁটি আর সিম।

‘আমাদের পেট এসব সহ্য করতে পারছে না,” বললেন আবু আমিরা, ‘কিন্তু আমাদের আর কোনো উপায়ও নেই। ক্ষুধা সবকিছু ভেঙে দেয়।’ তবে প্রতিদিনের এই সংগ্রাম সত্ত্বেও রায়ালা প্রতিজ্ঞা করেছেন, খাবারের জন্য তার লড়াই চলবে।

‘আগামীকাল আরও আগে গিয়ে দাঁড়াবো, যাতে একটা থালা ভাত পাই। আমরা কেবল মর্যাদার সঙ্গে বাঁচতে চাই,’ বললেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

হাদিকে হত্যার প্রচেষ্টা : আগামী নির্বাচন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরেরদিন রাজধানীতে প্রকাশ্যে দিবালোকে গুলি করা হলো ভোটে সম্ভাব্য প্রার্থী, ইনকিলাম মঞ্চের মুখপাত্র শরিফ...

নোয়াখালীতে গাড়ির গ্যারেজে ঝুলছিল চালকের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে গ্যারেজ থেকে এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা...

সিরাজগঞ্জ–৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার দুপুরে বেলকুচি...

বার্ষিক পরীক্ষা শেষে পড়াশোনার চাপ না থাকায় হাজিরার বিনিময়ে ছাত্ররা মাঠে

ঝিনাইদহ প্রতিনিধি: শ্রমিক সংকট কাটাতে কনকনে শীত আর কুয়াশাকে উপেক্ষা করে কৃষকের পাশাপাশি মাঠে নেমেছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। বার্ষিক পরীক্ষার পর অবসর সময়টুকু কাজে...

আইএফআইসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় দেশের তরুণ প্রজন্মকে ব্যাংকিং কার্যক্রম, সঞ্চয় অভ্যাস ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে ‘তারুণ্য উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে...

সিরাজগঞ্জে প্রকাশ্যে ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ, যুবদল নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর ছেলের কাছ থেকে প্রকাশ্যে চার লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে যুবদল নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার...

পাচার হওয়া অর্থ ফেরত আনতে ৪-৫ বছর লাগে: গভর্নর

অর্থ-বাণিজ্য ডেস্ক: বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফেরত আনতে সাধারণত ৪ থেকে ৫ বছর সময় লাগে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড....