January 16, 2026 - 5:24 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশেয়ার বাজারকমেছে প্রফিট ও ডিভিডেন্ট, বেড়েছে এমডির বেতন!

কমেছে প্রফিট ও ডিভিডেন্ট, বেড়েছে এমডির বেতন!

spot_img

মাহিদুল ইসলাম: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শীর্ষ ব্যবস্থাপনা কর্মকর্তারা অন্যান্য কর্মচারীদের তুলনায় অনেক বেশি হারে বেতন নিচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে, কোম্পানির এমডির বেতন অস্বাভাবিক হারে বাড়লেও সেই তুলনায় বাড়েনি প্রফিট, দেয়নি ডিভিডেন্ট।

বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে লিজিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি) প্রতিমাসে যে পরিমাণ আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়েছেন এবং নিচ্ছেন তা কতটুকু যুক্তিযুক্ত এবং কোম্পানিগুলোর মুনাফা বৃদ্ধি, ডিভিডেন্ট ঘোষণা এবং খেলাপি ঋণ আদায়ে সাফল্যের বিষয়টি তুলে ধরা হয়েছে এই রিপোর্টে।

আজ তুলে ধরা হলো ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড সম্পর্কে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ৩০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৯৪ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৮৭ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ার ১৮ কোটি ৭১ লাখ ১৪ হাজার ৬১৪ এবং রিসার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে ১৩৬ কোটি ৬৩ লাখ টাকা।

কেম্পানিটির বিগত ৬ বছরের ২০১৮-২০২৩ পর্যন্ত বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বেতন ভাতা, মুনাফা, ডিভিডেন্ট ও অন্যান্য আর্থিক প্যারামিটার সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায় যে,

২০১৮ সালে কোম্পানিটির এমডি সৈয়দ এহসান কাদির বেতন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধাসহ সর্বমোট নিয়েছেন ৯৬ লাখ ৮১ হাজার টাকা। একই সময় কোম্পানিটির নিট প্রফিট হয়েছিল ২৭ কোটি ৬৭ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১.৪৮ টাকা ও শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ছিল ১৬.৬৭ টাকা। আলোচ্য বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। বছরে ২৭ কোটি টাকা প্রফিট করে বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়ে এমডি নিজেই নিয়েছেন ৮৬ লাখ ৮১ হাজার টাকা। প্রতি মাসে যা ৭ লাখের অধিক। আলোচ্য বছর কোম্পানির চেয়ারম্যান ছিলেন ইমরান আহমেদ।

২০১৯ সালে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক কায়সার তামিজ আমিন বেতন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধাসহ সর্বমোট নিয়েছেন ১ কোটি টাকা। একই সময়ে কোম্পানিটির নিট প্রফিট হয়েছিল ২৪ কোটি ৪৬ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১.৩১ টাকা ও শেয়ার প্রতি নিট সম্পদমূল্য হয়েছিল ১৬.৯৮ টাকা। আলোচ্য বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। বছরে ২৪ কোটি ৪৬ লাখ টাকা প্রফিট করে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে এমডি নিজেই নিয়েছেন ১ কোটি টাকা। প্রতি মাসে যা ৮ লাখের অধিক। ওই বছর কোম্পানির চেয়ারম্যান ছিলেন ইমরান আহমেদ।

২০২০ সালে কোম্পানিটির এমডি থাকা অবস্থায় কায়সার তামিজ আমিন বেতন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধাসহ সর্বমোট নিয়েছেন ১ কোটি ৫ লাখ টাকা। একই সময়ে কোম্পানিটির নিট প্রফিট হয়েছিল ২১ কোটি ১২ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১.১৩ টাকা ও শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ছিল ১৭.১১ টাকা। আলোচ্য বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। বছরে ২১ কোটি ১২ লাখ টাকা প্রফিট করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে এমডি নিজেই নিয়েছেন ১ কোটি ৫ লাখ টাকা যা প্রতি মাসে ৮ লক্ষ টাকার অধিক। উক্ত বছর কোম্পানির চেয়ারম্যান ছিলেন ইমরান আহমেদ।

গত বছরের তুলনায় আলোচ্য বছরে কোম্পানির নিট প্রফিট কমেছে ৩ কোটি ৩৪ লাখ টাকা কিন্তু ব্যবস্থাপনা পরিচালক আর্থিক সুবিধা নিয়েছে ১ কোটি ৫লাখ টাকা।

২০২১ সালেও কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক কায়সার তামিজ আমিন বেতন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধাসহ সর্বমোট নিয়েছেন ১ কোটি ৫ লাখ টাকা। একই সময়ে কোম্পানিটির নিট প্রফিট হয়েছিল ২২ কোটি ২২ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১.১৯ টাকা ও শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ছিল ১৭.৩০ টাকা। আলোচ্য বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। বছরে ২২ কোটি ২২ লাখ টাকা প্রফিট করে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে এমডি নিজেই নিয়েছেন ১ কোটি ৫ লাখ টাকা যা মাসিক হিসেবে ৮ লক্ষ টাকার অধিক। ২০২১ সালেও কোম্পানির চেয়ারম্যান ছিলেন ইমরান আহমেদ।

২০২২ সালে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল আহসান বেতন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধাসহ সর্বমোট নিয়েছেন ৮৭ লাখ ৮৬ হাজার টাকা। একই সময়ে কোম্পানিটির নিট প্রফিট হয়েছিল ১৪ কোটি ২৫ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় হয়েছিল .৭৬ টাকা ও শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ছিল ১৭.০৬ টাকা। আলোচ্য বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য কোনো শতাংশ দেয়নি। বছরে ১৪ কোটি ২৫ লাখ টাকা প্রফিট করে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে এমডি নিয়েছেন ৮৭ লাখ ৮৬ হাজার টাকা যা মাসিক হিসেবে ৭ লক্ষ টাকার অধিক। ওই বছর কোম্পানির চেয়ারম্যান ছিলেন ইমরান আহমেদ।

২০২২ সালে কোম্পানিটির নিট প্রফিট কমে দারিয়েছে ১৪ কোটি ২৫ লাখ টাকায় যা বিগত বছরের তুলনায় কমেছে ৭ কোটি ৯৭ লাখ টাকা।
২০২৩ সালে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বেতন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধাসহ সর্বমোট নিয়েছেন ১২ লাখ ৫০ হাজার টাকা। একই সময়ে কোম্পানিটির নিট প্রফিট হয়েছিল ১৪ কোটি ৩১ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় হয়েছিল ..৭৬ টাকা ও শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ছিল ১৭.৩২ টাকা। আলোচ্য বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ২০২৩ সালে কোম্পানির চেয়ারম্যান ছিলেন ইমরান আহমেদ।

২০১৮ সালে কোম্পানির লোন্স অ্যান্ড এডভান্স ছিল ১৭৯৪ কোটি ২৪ লাখ টাকা যা ২০২৩ সালে হয়েছিল ২০৩৭ কোটি ৬৭ লাখ টাকা। অর্থাৎ বিগত ৬ বছরে ২০১৮-২০২৩ পর্যন্ত কোম্পানিটির লোন্স অ্যান্ড এডভান্স বেড়েছে ২৪৩ কোটি ৪৩ লাখ টাকা।

পক্ষান্তরে, ২০১৮ সালে কোম্পানিটির ডিপোসিট ও অন্যান্য প্রাপ্তি ছিল ১৫১৬ কোটি ৯৫ লাখ টাকা যা ২০২৩ সালে হয়েছিল ১৪২৪ কোটি ৬০ লাখ টাকা। অর্থাৎ বিগত ৬ বছরে ২০১৮-২০২৩ পর্যন্ত কোম্পানিটির ডিপোসিট ও অন্যান্য প্রাপ্তি কমেছে ৯২ কোটি ৪৫ লাখ টাকা।

এছাড়া, ২০১৮ সালে কোম্পানিটির সংরক্ষিত আয় ছিল ১৯ কোটি ১ লাখ টাকা যা ২০২৩ সালে কমে দাড়িয়েছে ১৫ কোটি ২২ লাখ। অর্থাৎ বিগত ৬ বছরে ২০১৮-২০২৩ সাল পর্যন্ত কোম্পানিটির সংরক্ষিত আয় কমেছে ৩ কোটি ৮৮ লাখ টাকা।

কোম্পানির বিগত ৬ বছরের ২০১৮-২০২৩ পর্যন্ত শেয়ার প্রতি আয় (ইপিএস) নিম্নমুখি একই সময় (২০১৮-২০২৩) কোম্পানিটির নিট প্রফিট ১৩ কোটি ৩৬ লাখ টাকা কমে দাড়িয়েছে ১৪ কোটি ৩১ লাখ টাকায় যা ২০১৮ সালে ছিল ২৭ কোটি ৬৭ লাখ টাকা। এছাড়া কোম্পানির সংরক্ষিত আয় ৩ কোটি ৮৮ লাখ টাকা কমে দাড়িয়েছে ১৫ কোটি ২২ লাখ টাকা যা ২০১৮ সালে ছিল ১৯ কোটি ১ লাখ টাকা। অপরদিকে কোম্পানিটির ডিপোসিট ৯২ কোটি ৩৫ লাখ টাকা কমে দাড়িয়েছে ১৪২৪ কোটি ৬০ লাখ টাকায় যা ২০১৮ সালে ছিল ১৫১৬ কোটি ৯৫ লাখ টাকা এবং লোন্স এ্যান্ড এডভান্স ২৪৩ কোটি ৪৩ লাখ বেড়ে দাড়িয়েছে ২০৩৭ কোটি ৬৭ লাখ টাকা যা ২০১৮ সালে ছিল ১৭৯৪ কোটি ২৪ লাখ টাকা। কোম্পানির সকল আর্থিক প্যারামিটার নিম্নমুখি কিন্ত ব্যবস্থাপনা পরিচালকের বেতন ভাতা উর্ধ্বমুখি। সকল আর্থিক প্যারামিটার নেগেটিভ হওয়া সত্বেও এমডির বেতন ভাতা পজিটিভ দৃশ্যমান। এই দায় কার কোম্পানির চেয়ারম্যান নাকি পরিচালনা পর্ষদের।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার ৪

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় চারজনকে...

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

কর্পোরেট সংবাদ ডেস্ক: গণভোট নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদান সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা...

নাজমুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি বিসিবির

স্পোর্টস ডেস্ক: আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া...

আল আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে ফেমাস স্পেশালাইজড হাসপাতালের চুক্তি

কর্পোরেট ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় শরীয়াভিত্তিক ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর সঙ্গে ফেমাস স্পেশালাইজড হাসপাতাল এবং ফেমাস স্পেশালাইজড হাসপাতাল ট্রমা সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক...

নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় বিশেষ অভিযানে ২৫০০ কেজি জাটকা ইলিশসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন- সুবর্ণচর উপজেলার মো.আরিফ (২৫) মো.মাসউদ...

শেয়ার কিনবেন স্কয়ার ফার্মার পরিচালক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা...

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের সিদ্ধান্ত ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের কারণে ক্রিকেটাররা নাজমুল ইসলামের পদত্যাগ না...

জুবিন গার্গের মৃত্যুর কারণ জানাল সিঙ্গাপুর পুলিশ

বিনোদন ডেস্ক: গত বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে একটি ইয়ট পার্টিতে অংশ নেওয়ার সময় পানিতে ডুবে মারা যান ৫২ বছর বয়সী ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ।...