April 28, 2025 - 9:02 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলা১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট

১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট

spot_img

স্পোর্টস ডেস্ক : ১২৮ বছর পর ২০২৮ এর লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফিরছে ক্রিকেট। সেই ইভেন্টে কয়টি দেশ অংশ গ্রহণ করবে সেটি ঠিক হয়ে গেল বুধবার রাতে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) জানিয়েছে, সোনার পদকের জন্য লড়াই হবে ছ’টি দেশের। তবে ফুটবলে কমছে দেশের সংখ্যা। পুরুষদের ফুটবলে এত দিন ১৬টি দেশ খেলত। তা কমে হচ্ছে ১২। মহিলাদের ফুটবলে দেশের সংখ্যা বেড়েছে। ১৬টি দেশ এ বার থেকে অংশ নিতে পারবে। এদিকে, অলিম্পিকে কম্পাউন্ড তিরন্দাজি অন্তর্ভুক্ত করা হয়েছে।

১৯০০ সালের অলিম্পিকে ছিল ক্রিকেট। মাত্র একটি ম্যাচ খেলা হয়েছিল সে বার। দীর্ঘ দিন ধরেই ক্রিকেটকে অলিম্পিকের অন্তর্ভুক্ত করার চেষ্টা করছিল আইসিসি। তা সফল হয়েছে। ছ’টি দল খেলবে টি-টোয়েন্টি ফরম্যাটে। পুরুষ এবং মহিলা, দুই বিভাগের ক্ষেত্রেই সংখ্যাটি একই থাকছে। প্রতিটি দলে থাকতে পারেন সর্বোচ্চ ১৫ জন সদস্য।

তবে যোগ্যতা অর্জন কী ভাবে হবে তা এখনও জানানো হয়নি। আইসিসির অধীনে ১২টি পূর্ণ সদস্য দেশ রয়েছে। এ ছাড়া ৯০টিরও বেশি দেশ সহযোগী সদস্য হিসাবে রয়েছে, যারা মূলত টি-টোয়েন্টিতে খেলে। আয়োজক হিসাবে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারে আমেরিকা। বাকি দেশগুলিকে যোগ্যতা অর্জন করতে হবে।

ফুটবলে মহিলাদের দল বাড়ানোর ক্ষেত্রে খেলাটির জনপ্রিয়তাকে তুলে ধরেছে আইওসি। আমেরিকায় মহিলাদের ফুটবল দিন দিন জনপ্রিয় হচ্ছে। আইওসি-র স্পোর্টস ডিরেক্টর কিন ম্যাকোনেল বলেছেন, “আমেরিকায় মহিলাদের ফুটবল কতটা জনপ্রিয় এবং কী ভাবে উন্নতি হচ্ছে সেটা দেখানোর জন্য এই কাজ আমাদের করতেই হত।” উল্লেখ্য, অলিম্পিকে মহিলাদের ফুটবলে আমেরিকা পাঁচটি সোনা জিতেছে।

পরের অলিম্পিকে অনেক মিক্সড ইভেন্ট যোগ করা হয়েছে। তিরন্দাজির পাশাপাশি তালিকায় রয়েছে টেবল টেনিস, গল্‌ফ, জিমন্যাস্টিক্স, রোয়িং কোস্টাল বিচ স্প্রিন্ট এবং অ্যাথলেটিক্স। এই প্রথম বার অলিম্পিকে পুরুষদের (৫৫৪৩) থেকে মহিলাদের (৫৬৫৫) সংখ্যা বেশি হবে।

কম্পাউন্ড তিরন্দাজি যুক্ত হওয়ায় ভারতের পদকের সম্ভাবনা বেড়েছে। কারণ রিকার্ভ তিরন্দাজিতে দক্ষিণ কোরিয়ার দাপটের সামনে ভারত কোনও দিনই খেলতে পারেননি। তবে গত তিন বছরে ভারতের কম্পাউন্ড তিরন্দাজেরা ভাল ফল করেছেন। বিশ্বকাপ এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিয়মিত পদক জিতছেন তাঁরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা রবিবার (২৭ এপ্রিল, ২০২৫) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১০ লক্ষ টাকা প্রদান

কর্পোরেট ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে ডেটা অ্যানালিটিকস এন্ড সার্ভিস সেন্টার নির্মাণে ১০ (দশ) লক্ষ টাকার চেক প্রদান করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক। রবিবার (২৭...

ইউনিয়ন ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের ৩০তম সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইউনিয়ন ব্যাংক পিএলসির নবগঠিত পরিচালনা পর্ষদের ৩০তম সভা ব্যাংকের প্রধান কার্যালয় রবিবার (২৭ এপ্রিল, ২০২৫) গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের...