ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের হালুয়াঘাটে পৃথক ঘটনায় মো. শান্ত (১১) নামে এক শিশু ও সমুরতেজান (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়নের পিকা গ্রাম থেকে ওই শিশুর মরদেহ এবং কৈচাপুর ইউনিয়নের গোপীনগরের গাঙগিনা নদী থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশু পিকা গ্রামের রুকন মিয়ার ছেলে। অন্যদিকে ওই বৃদ্ধা গোপীনগরের হোসেন আলীর স্ত্রী।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল শান্ত। সন্ধ্যায় হাতে রশি নিয়ে কাঁঠাল গাছের একটি ডালে উঠে সে। গাছের ডালে রশি পেঁচিয়ে খেলতে চেয়েছিল সে। কিন্তু হঠাৎ ওই রশি ডালের সঙ্গে গলায় প্যাচ লেগে ঝুলতে থাকে শান্ত। পরে অন্য শিশুদের চিৎকারে পরিবারের লোকজন এসে শান্তর মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে রাত ৮টার দিকে পুলিশ মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
অন্যদিকে ওই বৃদ্ধার নিহত হওয়া নিয়ে তিনি বলেন, ‘গত দুইদিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি সমুরতেজান। পরিবারের লোকজন অনেক খুঁজেও তাকে পাননি। মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে কিছুটা দূরে গাঙগিনা নদীতে তার মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
দুই মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে এবং ঘটনাগুলোর তদন্ত চলছে বলেও জানিয়েছেন ওসি।


