December 15, 2025 - 8:43 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeঅন্যান্যনিজেদের শেষ ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

নিজেদের শেষ ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

spot_img

স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ ও পাকিস্তান। তাই এ ম্যাচটি দু’দলের জন্যই নিয়মরক্ষার।

ভারত এবং নিউজিল্যান্ডের কাছে যথাক্রমে ৬ এবং ৫ উইকেটে হেরে যাওয়ায় টুর্নামেন্টে থেকে বিদায় ঘণ্টা বাজে টাইগারদের।

গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে হারের লজ্জা পায় স্বাগতিক পাকিস্তানও। নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে এবং ভারতের কাছে ৬ উইকেটে পরাজিত হয় গত আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান। আগেভাগে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে জয়ের জন্য নিজেদের সেরাটা দিতে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘সব সময়ই আমরা ম্যাচ জিততে চাই এবং এজন্য আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করি।’

সাফল্য পেতে দলের পরিকল্পনা সঠিকভাবে কাজে লাগাতে চান শান্ত। তিনি বলেন, ‘এটি আরেকটি ম্যাচ এবং (আমরা) দেশের জন্য খেলছি, এটি আমাদের জন্য সবসময় গর্বের বিষয়।’

বাংলাদেশের শেষ ম্যাচে ক্রিকেটাররা নিজেদের সেরাটা উজার করে দেবে বলেই বিশ্বাস করেন শান্ত। তিনি বলেন, ‘আমি আশা করি ছেলেরা ভক্ত-সমর্থক এবং দলের জন্য বিশেষ কিছু করবে। একটি ভালো ম্যাচ হবে আশা করছি।’

শান্তর সাথে সুর মিলিয়ে একই কথা বলেছেন পাকিস্তানের প্রধান কোচ আকিব জাভেদও। তিনি জানান, নিয়ম রক্ষার ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় ক্ষুধার্ত পাকিস্তানি খেলোয়াড়দের আত্মবিশ্বাস যোগাতে সহায়ক হবে।

তিন দশকের মধ্যে প্রথমবারের মত ঘরের মাঠে আইসিসি ইভেন্ট আয়োজন করতে নেমে সাফল্য পায়নি স্বাগতিক পাকিস্তান।

আকিব বলেন, ‘কোন অজুহাত নেই। জীবনে এমন কোনও অজুহাত থাকা উচিত নয়। তবে আমি আপনাকে নিশ্চিত করতে পারি, খেলোয়াড়রা ভক্তদের চেয়ে বেশি কষ্ট পেয়েছে এবং শেষ ম্যাচে ভালো ফল করতে চায়।’

তিনি আরও বলেন, ‘ দলের এমন অবস্থায় খেলোয়াড়রা মোটেই খুশি নয়, হেরে যাবার পর কেউ খুশি থাকে না। তবে সবাই জয়ের জন্য কঠোর চেষ্টা করে এবং আমরা সম্প্রতি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতেছি। প্রতিটি ম্যাচই গর্বের। তাই কাল জয় দিয়ে শেষ করতে চাই।’

এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ৩৯ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশ মাত্র ৫টিতে জিতেছে এবং ৩৪টিতে হেরেছে।

সম্প্রতি ওয়ানডেতে দেখা হয়নি বাংলাদেশ-পাকিস্তানের। সর্বশেষ ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ৭ উইকেটে জিতেছিলো টাইগাররা। এছাড়া গত পাঁচ বছরে মাত্র চার ম্যাচে মুখোমুখি হয়েছে দু’দল।

শেষ পাঁচ ম্যাচের ২টিতে বাংলাদেশ এবং পাকিস্তান ৩টিতে জয় পেয়েছে।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।

পাকিস্তান দল : মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, ইমাম উল হক, কামরান গুলাম, সৌদ শাকিল, তৈয়ব তাহির, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, সালমান আগা, উসমান খান, আবরার আহমেদ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর...

নিজ বাড়িতে সস্ত্রীক খুন হলিউডের কিংবদন্তী অভিনেতা

বিনোদন ডেস্ক: নিজ বাড়ি থেকে উদ্ধার হলো হলিউডের কিংবদন্তী পরিচালক-অভিনেতা রব রাইনা ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার মরদেহ। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মার্কিন...

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিয়েছে।...

বিডি ল্যাম্পসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করেছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।...

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড...

এডিএন টেলিকমের ২২তম এজিএম অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এডিএন টেলিকম লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৫ ডিসেম্বর) সফলভাবে সম্পন্ন হয়েছে। এ বছরের এজিএমটি হাইব্রিড ফরম্যাটে আয়োজিত হয়, যেখানে...

হাদির হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না-নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহ ব্যুরো: বিজিবি ময়মনসিংহ রিজিয়নের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেছেন, শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ময়মনসিংহের সীমান্ত পথ ব্যবহার করে ভারতে...