January 14, 2026 - 9:34 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিরাজনীতিসরকারকে বুদ্ধি ও বিবেকের সঙ্গে কাজ করা উচিত: ফয়জুল করীম

সরকারকে বুদ্ধি ও বিবেকের সঙ্গে কাজ করা উচিত: ফয়জুল করীম

spot_img

নিজস্ব প্রতিবেদক: ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাংচুরের ঘটনা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বুদ্ধিবৃত্তিকের মাধ্যমে পরিস্থিতি কন্ট্রোল করতে হবে। কোনো অবস্থাতেই সরকার যদি ভুল কোনো সিদ্ধান্ত নেন, তাহলে ভুলের মধ্যে আমরাও নিমজ্জিত হবো, সরকারও নিমজ্জিত হবে এবং দেশও রসাতলে যাবে। এজন্য আমি মনে করি, সরকারের বুদ্ধি এবং বিবেকের সঙ্গে কাজ করা উচিত। কোনো অবস্থাতেই পেশি শক্তি ব্যবহার করে কাজ করা উচিত হবে না।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ-এর ৫ম নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম উপর্যুক্ত কথা বলেন।

প্রধান অতিথি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, শক্ত হাতে দেশ পরিচালনা করেন। দুর্বল হাতে এই দেশ চালানো সম্ভব নয়। শক্ত হাতে দেশ পরিচালনা না করলে এমন বিপদে পড়বেন, যে বিপদ থেকে আপনি রক্ষা পাবেন না এবং গোটা জাতিও রক্ষা পাবে না।

তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই যদি দুর্বলতা প্রকাশ করেন তাহলে এই জাতি নিমজ্জিত হবে। আশা-আকাঙ্ক্ষা সবকিছু ভেসে যাবে। এই দুর্ভাগা জাতি আবারও দুর্ভোগের মধ্যে পড়ে যাবে। দেশকে স্থিতিশীল করার জন্য প্রশাসনকে কন্ট্রোল করুন। প্রশাসন কন্ট্রোল করতে না পারলে অবস্থা খুবই খারাপ হবে, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় দেশ ও জাতির কল্যাণে যুব শক্তির ইতিবাচক ব্যবহারের পক্ষে কাজ করে যাচ্ছে। দেশের তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে শিক্ষা, দক্ষতা ও আত্মোন্নয়নের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় যুব সমাজের পাশে আছে এবং ভবিষ্যতেও তাদের উন্নয়ন ও নৈতিক শিক্ষার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার এই আন্দোলনে সকল সচেতন যুবক ও নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ আল-আমিন সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ ওয়ালিউল্লাহ্ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত ৫ম নগর সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলান বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমাদ সাকি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও কল কারখানা সম্পাদক এমদাদুল ফেরদৌস, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আব্দুল আউয়াল মজুমদার।

আরও উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মুফতী শওকত উসমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ তসলিম উদ্দিন রুবেল, সাংগঠনিক সম্পাদক কে এম নাসির উদ্দিন, দফতর সম্পাদক মুহাম্মদ রায়হানুল ইসলাম রুহিন, অর্থ সম্পাদক মুহাম্মদ শাহ পরান, প্রচার সম্পাদক মুহাম্মদ কাওছার আহমেদ, প্রকাশনা সম্পাদক হাসানুজ্জামান হিমেল, দাওয়াহ্ প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ নাজমুল ইসলাম, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এইচ এম গোলাম রাব্বি, মহিলা ও পরিবার সম্পাদক ক্বারী মাওলানা মাহমুদুল হাসান, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা রশীদ আহমদ, আইন ও মানবাধিকার সম্পাদক মুহাম্মদ আবু বকর সিদ্দিক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাওলানা নেসার উদ্দিন, শিল্প ও বানিজ্য সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ সাদ, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মদ মহসিন হাওলাদার, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুহাম্মদ আবুল কাশেম, সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠী কল্যাণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, উপ সম্পাদক মুহাম্মদ আব্দুল গফুর, উপ সম্পাদক মুহাম্মদ কাউসার ফরাজী, উপ সম্পাদক মুফতী ইউসুফ নূর, উপ সম্পাদক হাফেজ আহমদ আলী হাবিব প্রমুখ নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

বর্তমানে ডেঙ্গু আর মৌসুমি রোগ নয়, বছরব্যাপী স্বাস্থ্যঝুঁকি

কর্পোরেট সংবাদ ডেস্ক: বর্তমানে ডেঙ্গু আর মৌসুমি রোগ নয়; বরং এটি সারা বছরব্যাপী একটি স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হয়েছে। মাসভিত্তিক ডাটা বিশ্লেষণে দেখা গেছে, এখন আর...

সিইএস ২০২৬-এ ভবিষ্যতের টেলিভিশন প্রযুক্তি তুলে ধরল স্যামসাং

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক পণ্যের মেলা কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২৬ শেষ হয়েছে। এবার মেলায় প্রদর্শিত হয় ভবিষ্যতের নানা প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্মার্ট...

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়াতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দক্ষিণ সুল্লুকিয়া গ্রামের...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে টাকার পরিমানে লেনদেন।...

প্রাইম ফাইন্যান্সের পর্ষদ সভা ২০ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড পর্ষদ সভা আগামী ২০ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য...

লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

কর্পোরেট সংবাদ ডেস্ক : চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ...

বিশ্বকাপ ফুটবল ট্রফি এখন ঢাকায়

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ট্রফি বিশ্ব ভ্রমণ করছে। তারই অংশ হিসেবে বুধবার (১৪ জানুয়ারি) ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ঢাকায় এসেছে। তবে ট্রফিটি সবার...

সাতক্ষীরায় ইয়াবা-দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেফতার ৩

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রির নগদ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা, ৪২০ পিস ইয়াবা ও ৬টি দেশীয় দেশীয় অস্ত্রসহ...