পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবারে (১৯ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ১৬০ কোম্পানির শেয়ারদর কমেছে। এদের মধ্যে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ৬.৩ টাকা বা ১৫ দশমিক ৯১ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
রবিবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৩৫.১ টাকা থেকে ৩২.৬ টাকার মধ্যে। এদিন শেয়ারের ওপেনিং মূল্য ছিল ৩৫.১ টাকা এবং সমাপনি দর ৩৩.৩ টাকা যা আগের কার্যদিবসে ছিল ৩৯.৬ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৩২.৬ টাকা থেকে ৫৩ টাকার মধ্যে।
দর হারানোর এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড পিএলসি। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ২.৬ টাকা বা ৯ দশমিক ৪২ শতাংশ। রবিবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে হয়েছে ২৭.৬ টাকা থেকে ২৪.৯ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ২৭.৬০ টাকা আজকের ওপেনিং দর ছিল ২৬.৬০ টাকা এবং দিন শেষে সমাপনি দর ২৫ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১২.৩০ টাকা থেকে ৩৬.১০ টাকার মধ্যে।
এ তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা রেনউইক যঞ্জেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেডের আগের দিনের তুলনায় শেয়ারদর কমেছে ৫১ টাকা বা ৭ দশমিক ২৮ শতাংশ। রবিবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে হয়েছে ৬৫২.৭ টাকা থেকে ৬৯৫ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ৭০৫.৬ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৬৬০ টাকা এবং দিন শেষে সমাপনি দর ৬৫৪.৬ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৫০০ টাকা থেকে ৮১৯.৯ টাকার মধ্যে।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির ক্লোজিং প্রাইজ ছিল- ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৯.৩ টাকা, রতনপুর স্টিল রি-রোলিং লিমিটেডের ৯.২ টাকা, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ৭.৯ টাকা, ফাইন ফুডস লিমিটেডের ১৯৪.৮ টাকা, মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৯ টাকা, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.৫ টাকা ও ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.৬ টাকা।