উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য এম আকবর আলী বলেছেন, আওয়ামী লীগ সরকার দুর্নীতির মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো মোটা অংকের টাকার বিনিময়ে অযোগ্য লোকজনকে শিক্ষক হিসাবে নিয়োগ দিয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটিতে সদস্য করার ক্ষেত্রেও বানিজ্য করা হয়েছে। আর এতে শিক্ষার গুণগতমান নষ্ট হয়ে গেছে।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় উল্লাপাড়ার শিক্ষানুরাগী ব্যক্তিত্ব হিসাবে পরিচিত সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য এম আকবর আলী এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার স্কুল কলেজ গুলোতে বেতন ও অন্যন্য ফি আদায়ের ব্যাপারে গত বছরের (২০২৪) অক্টোবর মাসে যে নতুন পরিপত্র জারি করেছে তা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বাস্তবতার সঙ্গে কোন মিল নেই। এতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্ষতির সম্মখীন হবে। বিশেষ করে নন এমপিও ভুক্ত শিক্ষার প্রতিষ্ঠানগুলো বেশি সমস্যায় পড়বে। এই কারণে আকবর আলী বাস্তবতার নিরিখে এই পরিপত্র পরিবর্তন করার দাবি জানান।
আকবর আলী আরও বলেন, উল্লাপাড়ায় তার প্রতিষ্ঠিত সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মোমেনা আলী বিজ্ঞান স্কুলে ছাত্র সংখ্যা বাড়িয়ে অতিরিক্ত টাকা আদায় করে উল্লাপাড়ার আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম ও তার ঘনিষ্ঠ সহযোগীরা মিলে বিগত ১০ বছরে প্রায় ১১ কোটি টাকা আত্মসাৎ করেছে। এতে আদর্শ এই শিক্ষা প্রতিষ্ঠানটির তহবিল এখন শূন্যের কোঠায় এসে পড়েছে। সুযোগ পেলে তিনি এই অপকর্মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
সংবাদ সম্মেলনে সাবেক এই সংসদ সদস্য বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে এবং তিনি উল্লাপাড়াবাসীর সমর্থনে আবার এমপি নির্বাচিত হলে উল্লাপাড়ায় তার গড়া সরকারি আকবর আলী কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করবেন। সেই সাথে বেকারত্ব দুর করার লক্ষ্যে উল্লাপাড়ায় একটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এবং নার্সিং ইন্সটিটিউট প্রতিষ্ঠা করবেন। এতে এই জনপদের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
সংবাদ সম্মেলনে উল্লাপাড়ার লায়ন মোমেনা আলী বিএনপি নেতা ও সাবেক মেয়র মো.বেলাল হোসেন, মো.হেলাল সরকার, মো.আব্দুর রাজ্জক সন্টু, মো. শাহাদৎ হোসেন, মো. জহুরুল ইসলাম(বাবু), মো.জিয়াউর রহমান (জিয়া), মো.এরশাদ বিন মজিদ, মো.আজমল হোসেন, মো.জাফর ইকবাল, মো.জাহিদ হোসেন প্রেসক্লাবের সভাপতি মো.আনিসুর রহমান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।