December 18, 2024 - 9:16 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশনরসিংদীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০

নরসিংদীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০

spot_img

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর পাঁচদোনায় সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা মোড়ে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজন হলেন-পাঁচদোনা এলাকার শাহিন মিয়ার ছেলে রনি মিয়া (৩২) ও মিজান মিয়ার ছেলে শুভ (১৯)। পিটুনিতে আহত শ্রমিক নেতা আলম মিয়া (৫৫) এবং পথচারী পলাশ উপজেলার দড়িচল গ্রামের জামাল মিয়ার স্ত্রী লিজা বেগম (৩২)। অন্যান্য আহতদের নাম জানা যায়নি।

এদিকে বুধবার (১৮ ডিসেম্বর) সকালে একই ঘটনায় পাঁচদোনা মোড়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে নতুন করে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচদোনা মোড়ে অবস্থিত সিএনজিচালিত অটোরিকশাস্ট্যান্ড দখল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সহসভাপতি লাল মিয়া এবং ছাত্রদল নেতা মোসাদ্দেক হোসেনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার রাতে এবং বুধবার সকাল থেকে তাদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন বলেন, সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় লাঠিসোঁটা নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটলে মোসাদ্দেকের কর্মী রনির পায়ে ও শুভর পেটে গুলি লাগে। পিটুনিতে আহত হন আলম মিয়াসহ আরও কয়েকজন। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে জানতে মোসাদ্দেক ও লাল মিয়ার ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিলেও সেটি রিসিভ হয়নি।

মাধবদী থানার ওসি মো. নজরল ইসলাম বলেন, পাঁচদোনায় বিএনপি নেতা মো. লাল মিয়া মেম্বার ও মোসাদ্দেক হোসেনের সমর্থকের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব ছিল। এরই জেরে রাতে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে। সড়কের মাঝে টায়ারে আগুন জ্বালায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিবিদ্ধসহ আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

ইজতেমা মাঠের ঘটনায় জড়িতদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, টঙ্গী ইজতেমা মাঠে হতাহতের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। তিনি...

সাতক্ষীরায় হাওর নেই, তবু হাওর কর্মশালা; প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন!

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় হাওর না থাকলে ও হাওরের ১০০ বছর এবং আমাদের করণীয়" বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (১৮ ডিসেম্বর) গণমাধ্যমকর্মীর পাওয়া চিঠি থেকে...

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল অগ্রণী ব্যাংক

কর্পোরেট ডেস্ক : ব্যাংকিং খাতে ২০২৩-২০২৪ আর্থিক বছরে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স সংগ্রহের জন্য রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৪ পেয়েছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসি। বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর...

ইউনিয়ন ব্যাংকের শাখা পর্যায়ে গ্রাহকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইউনিয়ন ব্যাংকের গ্রাহকদের আস্থা অধিকতর বৃদ্ধির লক্ষ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীগণ চট্টগ্রাম ও কক্সবাজার জেলার শাখাসমূহের সম্মানিত আমানতকারী, বিনিয়োগ গ্রহীতা, শুভাকাঙ্খী...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের রেমিট্যান্স অ্যাওয়ার্ড অর্জন

কর্পোরেট ডেস্ক : দেশের অন্যতম শীর্ষ রেমিট্যান্স আহরণকারী ব্যাংক হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি “রেমিট্যান্স অ্যাওয়ার্ড - ২০২৪” অর্জন করেছে। বুধবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী...

দুর্নীতিগ্রস্ত আমলারা রেহাই পাবেন না: দুদক মহাপরিচালক

কর্পোরেট সংবাদ ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেছেন, কোনো বিশেষ ক্যাডার বা কোনো ব্যক্তির প্রতি দুদক কোনো রকম আনুকূল্য...

দীর্ঘ প্রতিক্ষার পর শুরু হলো কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়কের কাজ

মোশারফ হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি: দীর্ঘ প্রতিক্ষার পর গাজীপুর সিটি করপোরেশনের এর কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়কের আরিসিসি ড্রেনসহ কাজ শুরু হয়েছে। সকল জল্পনা কল্পনার অবসান...

ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের শেয়ার ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে,...