ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে পিকআপ ভর্তি ৪৮০ পিস ভারতীয় কম্বলসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে তারাকান্দা-ধোবাউড়া সড়কের হড়িয়াগাই বাজার সংলগ্ন নেপালের মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন -জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ ভাতখাওয়া গ্রামের শাহমত আলীর ছেলে পিকআপ ড্রাইভার মোহাম্মদ আলী (২৪) ও শুক্কুর আলীর ছেলে মোঃ মনির মিয়া (২৩) এবং উত্তর মহামারী গ্রামের শফিকুল ইসলাম (২২)।
তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ টিপু সুলতান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারাকান্দা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তারাকান্দা-ধোবাউড়া সড়কের হড়িয়াগাই বাজার সংলগ্ন নেপালের মোড়ে তল্লাশি চৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। উক্ত তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় ধোবাউড়া থেকে আসা পিকআপ যার রেজিনং- ঢাকা মেট্রো ন-১১-৯১৪৩ কে সন্দেহজনক মনে হলে পিকআপটিতে তল্লাশি চালিয়ে ৪৮০ পিস ভারতীয় কম্বলসহ তিন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। কম্বলসহ পিকআপ ও গ্রেফতারকৃতদের থানা হেফাজতে আনা হয়েছে। মামলা রজুর পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।