গাজীপুর প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, ভোটের অধিকার পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজপথে আছি। আমরা রাজপথে থেকে আমাদের নেতা তারেক রহমান নেতৃত্বে ভোটের অধিকার প্রতিষ্টা করবো। তিনি আরো বলেন, ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্টা করে রাজপথ ছেড়ে যাবো ইনশাআল্লাহ।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুরের কোনাবাড়ীতে বিজয় র্যালী শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সোমবার বিকেলে কোনাবাড়ী থানা বিএনপির একাংশের আয়োজনে বিসিক শিল্প নগরীর ১ নং গেট থেকে বিজয় র্যালী শুরু করে দলটি। এসময় কোনাবাড়ী থানার বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যানার ফ্যাস্টুন এর সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা হাতে র্যালীতে যোগ দিয়েছেন নেতাকর্মীরা। বিভিন্ন স্লোগানে মুখরিত করেছেন রাজপথ।
র্যালীটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী বাস স্ট্যান্ড এলাকা পদক্ষিণ করে কোনাবাড়ী কেন্দ্রীয় মসজিদের সামনে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সাবেক প্রতিষ্টাতা আহবায়ক মোঃ রবিউল আলম (রবি), সাবেক সদস্য সচিব মোঃ সাজ্জাদুর রহমান মামুন প্রমুখ।
এছাড়াও বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।