বিনোদন ডেস্ক : জামিন পেয়েও জেলেই রাত কাটালেন ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। নথি দেরিতে পৌঁছনোয় শুক্রবার কারামুক্তি হয়নি। শনিবার (১৪ ডিসেম্বর) সকালেই নথি নিয়ে জেলে হাজির আল্লুর আইনজীবীরা। নথি পৌঁছতেই জেল থেকে ছাড়া পান তিনি।
জেল থেকে বেরিয়েই সাংবাদিকদের অভিনেতা বলেন, ‘আমি একজন আইন মান্যকারী নাগরিক। এবং সবরকম দিক দিয়ে আমি আইনের সাহায্য করব। আমি আবারও ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা জানাতে চাই। এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা ছিল।’
জেলমুক্তির পরই অভিনেতাকে তাঁর বাড়ি ছেড়ে দেওয়া হয়। বাড়ির বাইরে আবেগপ্রবণ হয়ে পড়েন আল্লুর স্ত্রী স্নেহা রেড্ডি। অভিনেতাকে দেখেই জড়িয়ে ধরেন এবং কান্নায় ভেঙে পড়েন স্ত্রী। তাঁদের সন্তানদেরও ওখানেই দেখা যায়।
উল্লেখ্য, শুক্রবার সকালে পদপিষ্ট হওয়ার ঘটনার অভিযোগে বাড়ি থেকেই গ্রেফতার হন আল্লু অর্জুন। প্রথমে এদিন সেই মামলায় মেলেনি জামিন, তারকাকে নামপল্লী কোর্টে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয় আল্লুরকে। এরপরই তড়িঘড়ি তেলেঙ্গানা হাইকোর্টে আবেদন জানিয়েছেন সুপারস্টারের আইনজীবীরা। অবশেষে তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পান পুষ্পা খ্যাত তারকা।
কিছুদিন আগেই জানা গিয়েছিল, ‘পুষ্পা ২’-র স্ক্রিনিংয়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারান এক মহিলা। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি করানো হয় মৃতার নয় বছরের ছেলেকে। সেই ঘটনার খোদ ছবির নায়ক আল্লু অর্জুনের বিরুদ্ধেই মামলা দায়ের করে পুলিশ। এই ঘটনাতেই শুক্রবার সকালে এসসিপি-র নেতৃত্বে পুলিসের একটি দল অভিনেতার বাড়ি পৌঁছায়। নিজের বাড়ি থেকেই গ্রেফতার করা হয় আল্লু অর্জুনকে। এই ঘটনায় মামলা রুজু হয়েছিল হায়দরাবাদের চিক্কাদপল্লি থানায়। মৃত মহিলার পরিবারের তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে আল্লুর অর্জুন, তাঁর নিরাপত্তা দল এবং থিয়েটার ম্যানেজমেন্টের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এর ১০৫ এবং ১১৮(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিনেতাকে চিক্কদপল্লী থানায় নিয়ে যাওয়া হয়েছে। এরপরেই স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়া হয় তারকাকে। সূত্র-জিনিউজ।
আরও পড়ুন: