December 9, 2025 - 5:22 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিরাজনীতিফেসবুকে মিথ্যা অপপ্রচার, কুয়াকাটা পৌর বিএনপির সংবাদ সম্মেলন

ফেসবুকে মিথ্যা অপপ্রচার, কুয়াকাটা পৌর বিএনপির সংবাদ সম্মেলন

spot_img

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা পৌর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গত ১০ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মানহানীর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে পৌর বিএনপি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় কুয়াকাটা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে পৌর বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের দোসর সাবেক পৌর মেয়র আনোয়ার হাওলাদার জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগদান করে বিএনপি নেতা কর্মীদের হয়রানি ও লুটপাট চালিয়ে এখন তিনি সুশীল সেজেছে।

জমির দালালী করে জেলে থেকে তিনি কোটিপতি হয়েছে। অবৈধ টাকার পাহাড় গড়েছে। তার বিরুদ্ধে পৌরসভার কাজ নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। যা দুদক তদন্ত করছে। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, কুয়াকাটা পৌর বিএনপি সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন বাবুল ভূইয়া বাদী হয়ে ফ্যাসিবাদদের দোসরদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। যা দলীয় সিদ্ধান্ত মোতাবেক হয়েছে।

এই মামলা নিয়ে সামাজিক যোগাযোগে আনোয়ার হাওলাদার ও তার পরিবারের সদস্যরা বিএনপি নেতাকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ স্টাটাস দেন। এতে পৌর বিএনপির নেতাকর্মী সহ দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আনোয়ার হাওলাদার এর সকল অপকর্ম তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ জানান, গত সেপ্টেম্বর,২০১৭ইং সালে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন সহ নেতাকর্মীরা ঈদ পরবর্তী ভ্রমণে আসে। এসময় কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লার নির্দেশে এবিএম মোশাররফ হোসেন, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লি হামলা করে। এতে এক ডজনেরও বেশি নেতাকর্মী আহত হয়।

আওয়ামী লীগ সরকারের সময় এবিষয়ে থানায় মামলা করতে গেলে দলীয় প্রভাবের কারণে তখন তারা মামলা করতে পারেনি। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর আমরা দলীয় সিদ্ধান্ত মোতাবেক গত ৯ ডিসেম্বর, ২০২৪ মামলা করা হয়। এ মামলায় পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লা, সাবেক পৌর মেয়র আনোয়ার হাওলাদার, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও কাউন্সলির আবুল হোসেন ফরাজি, শ্রমিক লীগ সভাপতি আব্বাস কাজী, যুবলীগ আহবায়ক ইসাহাক শেখ সহ ৪৬ জনের নাম উল্লেখ করে এবং ১২০ জন অজ্ঞাত আসামি করা হয়েছে।

এনিয়ে কুয়াকাটার সাবেক পৌর মেয়র আনোয়ার হাওলাদার সহ তার পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টাটাস। ওই স্টাটাসে তিনি এ মামলা কে মিথ্যা ও হয়রানি মুলক মামলা হিসেবে আখ্যায়িত করেন।

পৌর মেয়রের এমন স্টাটাসকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনার ঝড় তোলে। এরই প্রেক্ষিতে পৌর বিএনপি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এবিষয়ে কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হাওলাদার বলেন, ২০১৭ সালে তিনি আওয়ামী রাজনীতির সাথে জরিত ছিলেন না। ২০২০ সালে আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লার নৌকা প্রতীকের বিপরীতে স্বতন্ত্র নির্বাচন করে মেয়র নির্বাচিত হই৷ আমি মেয়র নির্বাচিত হবার পর বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষ খুব শান্তিতে বসবাস করেছে। তার সাথে কোন ব্যক্তি কিংবা দলের কোন বিরোধ নেই।
তিনি দাবি করেন, রাজনৈতিকভাবে তাকে মাইনাস করতেই তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তিনি আরো অভিযোগ করেন, মামলার বাদীর ভাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ ভূইয়া, তার দুই ছেলে সোহাগ, সবুজ এবং ভাতিজ আবু ছিদ্দিক আওয়ামী রাজনীতির সাথে সরাসরি জরিত। অথচ তাদের কাউকেই মামলার আসামী করা হয়নি। আওয়ামী লীগ সরকারের সময় জসিম উদ্দিন বাবুল ভাইদের ছত্র ছায়ায় ব্যবসা বানিজ্য করেছে।

সাংবাদিক সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, কুয়াকাটা পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন বাবুল, সহ সভাপতি আঃ মান্নান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, যুবদল সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, ছাত্রদল সভাপতি জোবায়ের আহমেদ রিয়াজ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মতিন স্পিনিংয়ের ২৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির ২৩তম বার্ষিক সাধারন সভা (এজিএম) মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাড়ে ১১টায় ডিজিটাল (ভার্চুয়াল) প্ল্যাটফর্মের...

শেরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মাদক সেবন করে পরিবারকে নিয়মিত নির্যাতন করায় অতিষ্ঠ হয়ে বাবা আইয়ুব আলী নিজেই তার ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন।...

সিসিইউ-আইসিইউ ও ভেন্টিলেশন কী; কখন কোনটায় নেওয়া হয়?

অনলাইন ডেস্ক: আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, লাইফ সাপোর্ট বা ভেন্টিলেশন–এই শব্দগুলো আমরা শুনে থাকলেও সবাই কি বুঝি এগুলো আসলে কী? কোন পরিস্থিতিতে রোগীকে কোথায় নেওয়া...

তফসিল ঘোষণার তারিখ জানালেন ইসি মাছউদ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে তাদের ভাষণের সবকিছু চূড়ান্ত করেছে। তা প্রচারের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার...

নারীর অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

কর্পোরেট সংবাদ ডেস্ক: নারীর অংশগ্রহণ নিশ্চিত করে বিশেষ করে বেগম রোকেয়ার নারী অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশ গড়ে তোলার ওপর...

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা

কর্পোরেট সংবাদ ডেস্ক: সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ...

আইসিই এজেন্টদের প্রতিরোধের উপায় জানালেন মেয়র মামদানি

ইমা এলিস, নিউইয়র্ক প্রতিনিধি: নিউ ইয়র্ক সিটির নির্বাচিত মেয়র জোহরান মামদানি রোববার (৭ ডিসেম্বর) একটি ভিডিও প্রকাশ করে দেখিয়েছেন, মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট...

নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৯ দোকান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে নয়টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মাইজদী ফায়ার সার্ভিস...