পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড গত ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমের মাধ্যমে পাঠিয়েছে । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ তথ্য অনুসারে, ২০২২ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬৭ টাকা যা ২০২১ সালে ছিল ২.১৯ টাকা, ২০২০ সালে ছিল ১.৮৭ টাকা, ২০২৯ সালে ছিল ১.৫১ টাকা ও ২০১৮ সালে ছিল ৩.২৬ টাকা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনভি) হয়েছে ২০২২ সালে ১৮.৫৬ টাকা যা ২০২১ সালে ছিল ১৮.২৯ টাকা, ২০২০ সালে ছিল ১৯.২৫ টাকা, ২০১৯ সালে ছিল ১৭.৩৭ , ২০১৮ সালে ছিল ৫৮.০৭ টাকা।